In this post, we’ll learn about Talking To People, which is a topic from Chapter 1, English Subject, Class 6.
Important Vocabularies For This Lesson
- Appreciate = প্রশংসা করা
- Elderly = বয়স্ক
- Conversation = কথোপকথন
- Direction – নির্দেশনা
- Later = পরে
- Relationship = সম্পর্ক
- Acquaintance = পরিচিতি
- Parking = যানবাহন রাখার জায়গা
- Guard: = পাহারাদার
- Disability = অক্ষমতা
- Gardener Outside = বাহিরে
- Recognize = চিনতে পারা
- Stranger = অপরিচিত ব্যক্তি
- Compliment = প্রশংসা
- Well-being= সুস্থতা
- Avoid = এড়িয়ে চলা
- Mistake = ভুল
- Indicate = নির্দেশনা দেওয়া
- Relation সম্পর্ক
- Seem = মনে হওয়া
- Familiar = পরিচিত
- Signify = তাৎপর্যপূর্ণ
- Forgetful অমনোযোগী
- Nursery = যেখানে ফুল-ফলের চারা পাওয়া যায়
- Purchase = ক্রয় করা
- Guess = অনুমান করা
- Indeed = অবশ্যই
- Initiator = প্রবর্তক
- Sitopping mall = শপিংমল
- Perceive = অনুধাবন করা/ বুঝতে পারা
- Impolite = অভদ্র
- Of course = অবশ্যই
- Reserve = সংরক্ষিত বস্তু
- Queue = সারি
1.1 | Ask and answer the following questions with your friend:
1. How many members do you have in your family? (তোমার পরিবারে কতজন সদস্য আছে?)
Ans: There are six members in my family. (আমার পরিবারে ৬ জন সদস্য আছে)
2. Describe your relationships with them?
(তাদের সাথে তোমার সম্পর্ক বর্ণনা কর)
Ans: My relationship with them very good. I am the youngest in the family. That’s why they love me very much. Especially I pass more time with my grandparents when I am at home on my off days. (তাদের সাথে আমার সম্পর্ক খুব ভালো। আমি পরিবারের সবার ছোট। এজন্য তারা আমাকে খুব ভালোবাসে। বিশেষ করে যখন আমি আমার ছুটির দিনে বাড়িতে থাকি তখন আমি আমার দাদা-দাদির সাথে বেশি সময় কাটাই
3. Do you talk to your parents in the same way as you talk to your grandparents? (তুমি তোমার পিতা মাতার সাথে যেভাবে কথা বলো একই রকম ভাবে কি তুমি তোমার দাদা দাদির সাথেও কথা বলো)
Ans: Yes, I talk to my parents in the same way as I talk to my grandparents. I always talk to my grandparents about different things and they tell me many stories. (হ্যাঁ, আমি আমার বাবা-মায়ের সাথে ঠিক যেভাবে কথা বলি সেভাবেই আমি আমার দাদা-দাদির সাথে কথা বলি। আমি সবসময় আমার দাদা-দাদির সাথে বিভিন্ন বিষয়ে কথা বলি এবং তারা আমাকে অনেক গল্প বলে।)
1.2 | Look at the picture below. Then, ask and answer the following
(নিচের ছবিটি দেখো। তারপর জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও।)
1. Can you guess who they are?
(তুমি অনুমান করতে পারো তারা কারা?)
Ans: I can guess, they are an friends. (আমি অনুমান করতে পারি তারা বন্ধু )
2. What do you think is the relationship among them? (তাদের মধ্যে সম্পর্ক কি বলে তুমি মনে করো?)
Ans: I think, they have a good friendship.
(আমার মনে হয়, তাদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে)
3. What do you think they are talking about?
(তুমি কি মনে করো তারা কি সম্পর্কে কথা বলে?)
Ans: I think, they are discussing today’s lesson and going to play in the field in the afternoon.
1.3 | Read the following list of formal and informal expressions and discuss their meanings in groups:
নিচের Formal এবং Informal প্রকাশভঙ্গি (expressions) গুলো পড়ো এবং দলে তাদের অর্থসমূহ আলোচনা করো।
Formal Expression / English কাকে বলে?
স্থান, কাল ও পাত্র ভেদে যে ভাষার ব্যবহার করা হয় তাকে Formal Expression/English বলে।
যেমন: Would you mind giving a pen?
উক্ত বাক্যটি কোন বন্ধুর উদ্দেশ্যে ব্যবহার করা যুক্তিসঙ্গত হবে না কারণ বন্ধুর ক্ষেত্রে সব সময় Informal English ব্যবহার করা হয়। উপরের ইংরেজি বাক্যটি একজন বন্ধুর ক্ষেত্রে আমরা এভাবে ব্যবহার করতে পারি
Give me a pen, will you?
এ বাক্যটি অবশ্যই Informal English, Formal English ব্যবহার হয় Formal way তে অর্থাৎ রীতিসিদ্ধভাবে কিন্তু Informal English ব্যবহার Informally অর্থাৎ সরাসরিভাবে । আমাদের দৈনন্দিন জীবনে Formal & Informal English-এর পার্থক্য জানা খুবই প্রয়োজন কারণ এটি ভাষার সঠিক ব্যবহার শেখায়।
Formal 3 Informal English-এর তফাৎ জানাটা শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যে উপলক্ষে ভাষা ব্যাবহার হয় সে উপলক্ষের সঙ্গে তা সঙ্গতিপূর্ণ হতে হবে এবং যাকে উদ্দেশ্য করে লেখা হয় বা বলা হয় তার সঙ্গে লেখকের বা বক্তার সম্পর্ক অনুযায়ী শব্দ চয়ন বা বাক্য গঠন করতে হবে। তা না হলে ভুল বুঝাবুঝি হতে পারে অথবা হাসির উদ্রেক করতে পারে।
যেমন কোন বন্ধুকে যদি বলা হয় “Would you mind closing the door? তাহলে সেটা appropriate বা যথাযথ হবে না বরং হাস্যকর হবে কারণ এটা formal language এবং একজন বন্ধুর সাথে আমরা formal language এ কথা বলি না।
আমরা যদি একজন অপরিচিত ভদ্র লোককে বলা হয় Shut the door, will you? তাহলে এটা যথাযথ হবে না কারণ এটা informal language এবং এ ধরনের ভাষা কোন অপিরিচিত লোকের প্রতি ব্যাবহার করলে তিনি অসুন্তুষ্ট হতে পারেন বা রেগে যেতে পারেন।
তাই শুধু বাক্য শুদ্ধ হলে চলবে না, কোন উপলক্ষে বা কোন পরিস্থিতিতে বা কার সঙ্গে কথা বলছি বা কাকে লিখছি সেটা মনে রেখে শব্দ চয়ন ও বাক্য গঠন করতে হবে। আমাদের দেশে ইংরেজী শিখাতে গিয়ে এই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া হয় না, ফলে আমরা যে ইংরেজী লিখি এবং বলি সেটা প্রায়শ : অসঙ্গতিপূর্ণ, অভদ্রজনোচিত অথবা হাস্যকর হয়। তাই formal 3 informal English সমন্ধে পরিষ্কার ধারণা থাকা দরকার।
1.5 | Guess and discuss with your peers the meanings of the following expressions in the conversation:
তোমার Peer (সাথী) এর সাথে কথোপকথনের মধ্যে ব্যবহৃত নিচের প্রকাশভঙ্গি। বাচনভঙ্গিগুলোর (Expressions) অর্থ অনুমান করো এবং আলোচনা করো।
I didn’t get you = I didn’t understand you I wondered if you might need any help = I think you need some help What’s up? = How are you doing? You don’t say! = Really! I owe you one = I will do something for you in future |
1.6 | Read the expressions given in the box. Then, categorize them as formal or informal expressions in the table:
নিচের Box এ দেয়া প্রকাশভঙ্গিসমূহ ( expressions) পড়ো। তারপর সারণিতে Formal এবং Informal Expression গুলো সাজাও।
Formal Expressions | Informal Expressions |
Hello!Good afternoon | Need any help? |
You can wait inside if you want! | Hi, what’s up? |
The pleasure is all mine | Good day! |
Say hello to…….. | |
May I help you? |
1.7 In pairs write and act out short conversations on the given situation. জোড়ায় জোড়ায় লেখ এবং নিচের অবস্থা অনুযায়ী ছোট কথোপকথনের মাধ্যমে অভিনয় করে দেখাও।
A short conversation between Silvia and myself
Myself : Hey! what’s up? Silvia.
Silvia : Not much.
Myself : Why are you so worried?
Silvia : I had to go to the village home because my
school was closed due to the Corona
situation.
Myself : Oh, I know.
Silvia : My exam is near but preparation is not
good.
Myself : Can I help you on your study?
Silvia : I have a need for help with in English and
Mathematics.
Myself : Of course, I will try my best.
Silvia : Thank you.
Myself : You are welcome.
👉 Little Things | Solution | English – Chapter – 2 | Class 6
1.9 | Read the conversations and write appropriate responses in the blanks. কথোপকথনগুলো পড়ো এবং সঠিক উত্তর খালি ঘরে লেখ।
a) Hey Delowar! don’t sit here. These seats are reserved for Women.
Sorry, I haven’t seen the notice.
b) Don’t break the line. Always stand in a queue.
Sorry, It won’t happen again.
e) Your face tells you don’t remember me. We were classmates.
Oh! How forgetful of me! You are sifat if I remember you correctly.
d) Hello son! How are you?
Hey, my uncle, I’m fine. I hope you are also fine.
e) Sorry friend, I’m getting late. I need to go.
It’s all right. See you later
1.10 | Read the conversations again and write T for true sentences and F’ for false sentences. One is done for you.
কথোপকথনগুলো পড়ো এবং সত্য হলে T এবং মিথ্যা হলে F লেখ।
a. You must greet and give thanks when you talk to seniors. (T)
b. “Hi! How are you?”- is an informal greeting. (T)
c. You should not ask a personal question to elderly people. (T)
d. “Come on, dear!”- is a formal expression. (F)
e. You should always give thanks when someone does a favour to you. (T)
1.11 | Work in pairs/groups. Make short conversations on the situations given in the illustrations.
জোড়ায়/দলে কাজ করো। নিচের ছবিগুলো অনুযায়ী ছোট /সংক্ষিপ্ত কথোপকথন (Conversation) তৈরি করো।
1st picture:
Robin : Hello! Good afternoon uncle.
Uncle : Good afternoon.
Robin : I saw you standing here for a long time. Can I help you?
Uncle : Thank you dear. I am waiting here for my
son. should be here in no time.
Robin : Okay, It my rain soon. Better you stand under the shade.
Uncle : Oh sure! Thank you.
Robin : That’s okay. Have a good day.
Uncle : You too.
2nd picture:
Noyan : Hello! Good afternoon uncle.
Uncle : Good afternoon.
Noyan : I saw you standing here for a long time.
Can I help you?
Uncle : Yes, I need to be at this address but I can’t
find it. Noyan That’s easy. Go straight and
then turn left. This house should be the
third on your right side.
Uncle : Thank you.
Noyan : You are welcome.
3rd picture:
Bijoy : Hey! what’s up?
Shamia : Not much.
Bijoy : Why are you so worried?
Shamia : I had to go to the village home because
my school was closed due to the Corona
situation.
Bijoy : Oh, I know.
Shamia : My exam is near but preparation is not
good.
Bijoy : Can I help you on your study?
Shamia : I have a need for help with in English and
Mathematics.
Bijoy : Of course, I will try my best.
Shamia : Thank you.
Bijoy : You are welcome.