NU Honours 2nd Year Result 2025
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৫ আজ ২৭ মে ২০২৫ প্রকাশিত হয়েছে। ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে জানা যাচ্ছে।
এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের শেষ প্রান্তিকে এবং এতে দেশের বিভিন্ন কলেজের লক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।
ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা অনলাইনে ও মোবাইল SMS এর মাধ্যমে তাদের রেজাল্ট দেখতে পারছেন।
অনলাইনে অনার্স ২য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম
ওয়েবসাইট ১: www.nu.ac.bd/results
ওয়েবসাইট ২: www.nubd.info
Follow the steps below:
- ভিজিট করুন উপরের যেকোনো ওয়েবসাইট।
- “Honours” সেকশন সিলেক্ট করুন।
- “2nd Year” সিলেক্ট করুন।
- আপনার Roll/Registration Number ও Passing Year (2023) দিন।
- ক্যাপচা পূরণ করে “Search Result” বাটনে ক্লিক করুন।
মোবাইলে SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম
SMS Format:NU <space> H2 <space> Roll Number
উদাহরণ: NU H2 123456
পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
কয়েক সেকেন্ডের মধ্যে ফিরতি SMS এ আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন
যেসব শিক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট, তারা নির্ধারিত সময়ের মধ্যে পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। আবেদনের সময় ও পদ্ধতি সম্পর্কে খুব শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তথ্য (Honours 2nd Year Result 2025)
বিষয় | তথ্য |
---|---|
ফলাফল প্রকাশ | ২৭ মে ২০২৫ |
পরীক্ষার বছর | ২০২৩ |
বোর্ড | জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) |
ফলাফল দেখার মাধ্যম | অনলাইন ও SMS |
পুনঃনিরীক্ষা আবেদন | শীঘ্রই শুরু হবে |
NU Honours Year Grading System
The National University of Bangladesh follows a CGPA-based grading system. Here’s how marks are converted:
Marks (%) | Grade | Grade Point (GPA) | Class Division |
---|---|---|---|
80-100 | A+ | 4.00 | First Class |
75-79 | A | 3.75 | First Class |
70-74 | A- | 3.50 | First Class |
65-69 | B+ | 3.25 | First Class |
60-64 | B | 3.00 | First Class |
55-59 | B- | 2.75 | Second Class |
50-54 | C+ | 2.50 | Second Class |
45-49 | C | 2.25 | Second Class |
40-44 | D | 2.00 | Third Class |
0-39 | F | 0.00 | Fail |
Students need a minimum CGPA of 2.00 to pass each subject.
আপডেট থাকতে চাইলে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন।