আজকে আমরা জানব কিভাবে সোনালী ব্যাংকের ব্যালেন্স চেক করতে হয়। আমরা একাউন্ট খুলে টাকা লেনদেন বা জমা করে থাকি। বিভিন্ন প্রয়োজনে আমাদের টাকার বিবরণী বা ব্যালেন্স দেখার প্রয়োজন পরে। কিন্তু ব্যস্ততার কারনে ব্যাংকে যাওয়ার সময় হয়ে ওঠে না।
তাই এই পোস্টে আমরা জানানোর চেষ্টা করব কিভাবে ঘরে বসেই আপনি আপনার সোনালী ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।
সোনালী ব্যাংকের ব্যালেন্স চেক করার পদ্ধতি
আপনি যদি আপনার বর্তমান ব্যাংক ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাকে ৩টি উপায় অবলম্বন করতে হবে।
১। সরাসরি ব্যাংকে গিয়ে।
২। ব্যাংকিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে।
৩। এসএমএস এর মাধ্যমে।
আপনার ব্যস্ততার কারণে হয়তো আপনি ব্যাংকে গিয়ে চেক করতে পারবেননা। কিন্তু আপনার চেক করা প্রয়োজন সেক্ষেত্রে আপনার কাছে আরো ২ টি অপশন আছে অ্যাপ এবং এসএমএস।
তবে অ্যাপ ব্যবহারের জন্য আপনার ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। অনেক সময় আপনার ফোনে অ্যাপ কাজ নাও করতে পারে। তখন আপনার সর্বশেষ ভর্সা এসএমএস এর মাধ্যমে ব্যালেন্স চেক করা।
এসএমএস এর মাধ্যমে সোনালী ব্যাংকের ব্যালেন্স চেক | Sonali Bank Balance Check With SMS
আপনি খুব সহজে ঘরে বসেই আপনার সোনালী ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।
নিম্নে কিভাবে চেক করবেন তার উপায় বলে দেওয়া হলো
ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনার ফোনের মেসেজ অপশনে যেতে হবে। তারপর নিম্নলিখিত পদ্ধতিতে টাইপ করতে হবে
টাইপ করুন SBL <space> BAL এবং পাঠিয়ে দিন 26969 নাম্বারে।
ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার সোনালী ব্যাংক একাউন্টের বর্তমান ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে।
[বিঃদ্রঃ আপনি যে নাম্বার দিয়ে একাউন্ট তৈরি করেছেন এবং যদি ভেরিফাইড করা থাকে, সে নাম্বারের মাধ্যমে এসএমএস প্রেরন করতে হবে। ]
সোনালী ব্যাংকের সর্বশেষ পাঁচটি লেনদেন চেক
আপনি চাইলে এসএমএস এর মাধ্যমে আপনার সোনালী ব্যাংক একাউন্টের সর্বশেষ ৫টি লেনদেন জানতে পারবেন। নিম্নে তা দেওয়া হলো:
টাইপ করুন SBL <space> STM এবং পাঠিয়ে দিন 26969 নাম্বারে।
ফিরতি এসএমএস এর মাধ্যমে শেষ ৫টি লেনদেনের তথ্য জানতে পারবেন।
Last 5 Statement Check
SBL STM send 26969