জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফের চালু হতে যাচ্ছে ভর্তি পরীক্ষা। এবং তাদের কারিকুলামও পরিবর্ত্ন করার কথা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়।
আজ আমরা এই পোস্টের মাধ্যমে জানব জাতীয় বিশ্ববিদ্যালইয়ের অনার্স ( সম্মান) ভর্তি পরীক্ষার সকল তথ্য সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।
ফের চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
আমরা সবাই জানি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোন প্রকার ভর্তি পরীক্ষা দিতে হয় না। গ্রেড পয়েন্টের মাধ্যমে অনলাইনে আবেদন করে সিলেকশন করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ৩ ধামের মাধ্যমে ভর্তি করানো হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তবে এই পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ( সম্মান ) ভর্তি হতে চাইলে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ন হতে হবে।
NU Admission Exam System
ভর্তি পরীক্ষার মাধ্যমে সম্মান ১ম বর্ষে ভর্তি করানোর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত কয়েক বছর ধরে এই সিস্টেম ছিলনা। তবে ২০১৪ সাল পর্যন্ত এই পদ্ধতিটি চালু ছিল যা আবার চালু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
কেমন ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
চলুন ২০১৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক ( সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হতো তা জেনে নিই।.
১. পরীক্ষা কেন্দ্রে অবশ্যই প্রবেশ পত্র এবং এইচ এস সি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। প্রয়োজন হলে সাইন্টিফিক ক্যাল্কুলেটর সাথে রাখতে পারবে।
২. বাংলাদেশ এ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সকল শাখায় ২০১০/২০১১/২০১২ সালের এস.এস.সি/সমমান এবং ২০১৩/২০১৪ সালের এইচ.এস.সি./সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.০ (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
৩. ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রমে আবেদন ফরম পূরণের। সচিত্র ব্যবহার বিধি জানতে www.nu.edu.bd/admissions লিংকে গিয়ে Honours Admission Guide Line এ ক্লিক করতে হবে।
ভর্তি পরীক্ষা পদ্ধতি, নম্বর বন্টন ও ফলাফল
ক) সর্বমোট ২০০ (দুইশত) নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে শিক্ষার্থীদের পছন্দক্রম অনুসারে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর বিষয় বরাদ্দ দেয়া হবে।
খ) একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর মেধা স্কোর সমান হলে সেক্ষেত্রে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমে HSC জিপিএ, SSC জিপিএ এবং বয়সের ঊর্ধ্বক্রম অনুসারে মেধাক্রম নির্ধারণ করা হবে।
গ) ভর্তির ফলাফল পর্যায়ক্রমে
১) প্রথম মেধা তালিকা
২) শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা
৩) কোটা এবং
৪) রিলিজ স্টিপের মাধ্যমে প্রকাশ করা হবে।
ঙ) সংশ্লিষ্ট কলেজ তাদের User ID, Password ও OTP ব্যবহার করে ভর্তির বিষয়ওয়ারী ফলাফল দেখতে পারবে। শিক্ষার্থীরা ভর্তি সংশ্লিষ্ট website (www.nu.edu.bd/admissions)/SMS (NUATRoll No টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে অথবা সংশিষ্ট কলেজ থেকে ফলাফল জানতে পারবে। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিজ্ঞান/মানবিক/ব্যবসায় প্রশাসন শাখার ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে গ্রহণ করা হবে। MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর ০১ (এক) ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে।