হরেক রকম খেলনার মেলা – সমাধান | বিজ্ঞান – অনুশীলন বই | ৬ষ্ঠ অধ্যায় | সপ্তম শ্রেণী 

হরেক রকম খেলনার মেলা - সমাধান | বিজ্ঞান - অনুশীলন বই | ৬ষ্ট অধ্যায় | সপ্তম শ্রেণী 

এই পোস্টে আমরা জানব সপ্তম শ্রেনীর, বিষয় বিজ্ঞান (অনুশীলন বই) এর ৬ষ্ঠ অধ্যায়, হরেক রকম খেলনার মেলা সম্পর্কে।

সম্পুর্ন সেশনঃ 

প্রশ্নঃ স্থিতি শক্তি কি?

উত্তর: স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের ফলে স্থিতিশীল বস্তুতে যে শক্তির জমা হয় তাকে স্থিতি শক্তি বলে।

প্রশ্ন: গতি শক্তি কি?

উত্তরঃ কোন গতিশীল বস্তু তার নিজের গতির জন্য যে শক্তির অধিকারী হয় তাকে গতিশক্তি বলে।

প্রশ্ন: এই নৌকাটির ক্ষেত্রে কী ঘটছে আসলে?

উত্তর: এই নৌকাটির ক্ষেত্রে স্থিতি শক্তি ও গতিশক্তি ক্রিয়াশীল।

প্রশ্ন: কেন পানিতে ছেড়ে দেয়া মাত্রই এটা চলতে শুরু করল বলতে পারো?

উত্তর: রাবার ব্যান্ডের মধ্যে থাকা চামচ বা ধাতব বস্তুটির মধ্যে স্থিতি শক্তি জমাছিল। এটি যখন পানিতে ছাড়া হলো তখন স্থিতি শক্তি গতিশক্তিতে রূপান্তর হওয়ার কারণে পানিতে নৌকাটি ছাড়া মাত্রাই চলতে শুরু করে।

প্রশ্ন: এই শক্তি কোথা থেকে আসলো?

উত্তর: স্থিতি শক্তি রাবার ব্যান্ডের মধ্যে জমা ছিল। রাবার ব্যান্ডের সাথে যুক্ত থাকা চামচটিকে ঘুরানের ফলে এর মধ্যে স্থিতি শক্তি বা বিভব শক্তি জমা হতে থাকে। এই স্থিতি শক্তির কারণে নৌকাটি চলতে শুরু করায় তখন নৌকাটি গতি শক্তির অধিকারী হয়।

প্রশ্ন: এই রকম ঘটনা আর কোথাও কি ঘটতে দেখেছ?

উত্তরঃ পাথরকে উপর থেকে নিচে ফেলা, তাঁর ছোড়া, বেঞ্চ থেকে ব্যাগ বা বই নিচে পরা, স্থির গড়ি গতিশীল হওয়া, স্থির ব্যাক্তি দৌড়ালে।

প্রশ্ন: নৌকা যখন চলছিল, পদার্থবিজ্ঞানের ভাষায় এসময়ে কী কোন কাজ সম্পন্ন হয়েছে?

উত্তর: পদার্থ বিজ্ঞানের ভাষায়, বল প্রয়োগ করার পর বস্তুর সরণ ঘটলে কাজ হয়। যেহেতু নৌকাটি প্রথমে স্থির ছিলো, বল প্রয়োগের ফলে এটি গতিশীল হয় এবং নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়। তাই বলা যায় নৌকা যখন চলছিল তখন এর মধ্যে কাজ সম্পন্ন হয়েছে।

👉 অদৃশ্য প্রতিবেশী – সমাধান | বিজ্ঞান – অনুশীলন বই | ৫ম অধ্যায় | সপ্তম শ্রেণী 

প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে গতিশক্তি আর স্থিতিশক্তির পারস্পরিক রূপান্তর দেখা যায়?

উত্তর:

১। পাথরকে উপর থেকে নিচে ফেলা।

২। তাঁর ছোড়া

৩। বেঞ্চ থেকে ব্যাগ বা বই নিচে পরা

৪। স্থির গাড়ি গতিশীল হওয়া

৫। স্থির ব্যাক্তি দৌড়ালে।

👉 ক্ষুদে বাগান: টেরারিয়াম ! – সমাধান | বিজ্ঞান – অনুশীলন বই | সপ্তম অধ্যায় | সপ্তম শ্রেণী

প্রশ্ন: তৈরিকৃত খেলনাটি চাপিয়ে দেখো কীভাবে বিভবশক্তি থেকে গতিশক্তির রূপান্তর হচ্ছে তা ব্যাখ্যা করো।

উত্তর: তৈরিকৃত খেলনাটির মধ্যে স্থিতি শক্তি ও গতিশক্তি ক্রিয়াশীল। স্থিতি শক্তি গাড়ির রাবার ব্যান্ডের মধ্যে জমা ছিল। রাবার ব্যান্ডের সাথে যুক্ত থাকা বস্তুটিকে ঘুরানের ফলে এর মধ্যে স্থিতি শক্তি বা বিভব শক্তি জমা হতে থাকে। এই স্থিতি শক্তির কারণে গাড়িটি চলতে শুরু করায় তখন গাড়িটি গতি শক্তির অধিকারী হয়। অর্থাৎ স্থিতি শক্তি থেকে গতি শক্তিতে রূপান্তর হয় ।