এই পোস্টে আমরা জানব কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট উত্তোলন করব।
চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
NU Certificate Application Online
আপনি সহজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে ফরম পূরন করে মূল সনদের জন্য আবেদন করতে পারেন।
এতে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। এবং সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।
যেভাবে আবেদন করবেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত কলেজ ও ইন্সটিটিউট এর সকল শিক্ষার্থীর এডমিট কার্ড, সনদ, নম্বরপত্র, ট্রান্সক্রিপ্ট উত্তোলনের আবেদন অন-লাইনে (http://103.113.200.68/nu-app) গ্রহণ করা হয়। অথবা ওয়েবসাইটে (https://www.nu.ac.bd) গিয়ে সার্ভিসেস (Services) মেনু থেকে Student Login লিংক ব্যবহার করেও আবেদন গ্রহণ করা হয়।
এছাড়া সনদ যাচাই, সত্যয়ন, WES/ICAS/IQAS/CES/CUNY/SPANTRAN/NASBA/IEE Request Form পূরণ, বিভিন্ন এজেন্সি অথবা বিদেশী বিশ্ববিদ্যালয়ের Request Form পূরণ করে Online/Email/Electronically/ সিল খামের আবেদনের জন্য ওয়েব সাইটের Service মেনুর Verfification Service/Certificate/ Marksheet/WES etc এ ক্লিক করে অথবা http://103.113.200.36/PAMS/ServiceLogin.aspx লিংক থেকে অন-লাইনে আবেদন করা যায়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট উত্তোলন পদ্ধতি ২০২৫
অন-লাইনে আবেদনের জন্য নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলোঃ
১. আবদেন ফরমের কপি বিশ্ববিদ্যিালয়ের ওয়বেসাইটে (https://www.nu.ac.bd/ application-certificate- transcript-migration.php) পাওয়া যাবে। প্রয়োজনীয় ডকুমেন্ট উত্তোলনের জন্য আবেদনের ম্যানুয়াল http://103.113.200.68/nu-app/studentlogin/manual লিঙ্কে পাওয়া যাবে। ডাউনলোড করে ভালভাবে বুঝে আবেদন ফরম পূরণ করতে হবে।
২. মূল সনদের জন্য ২০০১ সালের পূবে উত্তীর্ণ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ও সাময়িক সনদের কালার স্ক্যানকৃত ফাইল (PDF) আবেদনের সাথে সংযুক্ত (আপলোড) করতে হবে তবে ২০০১ সাল বা এর পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদের জন্য শুধু সাময়কি সনদের কালার স্ক্যানকৃত ফাইল (PDF) সংযুক্ত (আপলোড) করলেই চলবে। আবদেনকারীকে তার ছবি স্ক্যান করে সংযুক্ত করতে হবে।
৩. আবদেনকারীর নিজের মোবাইল নাম্বার ও ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে।
৪. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একাধিক ডিগ্রী সম্পন্ন করে থাকলে পৃথক পৃথক প্রোফাইল খুলে পৃথক পৃথক ইউজার ও পাসওয়ার্ড ব্যবহার করে আবদেন করতে হবে।
৫. আবদেনের ফি এর পে-স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় ফি এর টাকা জমা দেয়া যাবে। এছাড়া সোনালী ব্যাংকের পেমেন্টে গেটওয়ের অর্ন্তভুক্ত বিভিন্ন কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা সোনালী ব্যাংকের অন-লাইন পেমেন্ট অপশন ব্যবহার করে ফি জমা দেয়া যাবে।
তবে যেভাবেই পেমেন্ট করুন না কেন আবেদনের সময় সফটওয়্যারে উল্লেখিত ট্রানজেকশন আইডি অথবা পে-স্লিপ সংরক্ষণ করতে হবে। ডকুমেন্ট সংগ্রহের সময় পূর্বে প্রদানকৃত ওরিজিনাল ডকুমেন্টসহ ট্রানজেকশন আইডি ও জাতীয় পরিচয়পত্র প্রর্দশন করতে হবে।
৬. আবদেন করার ১৫ দিনের মধ্যে ফি জমা দিতে হবে অন্যথায় আবেদনটি বাতিল হয়ে যাবে।
৭. ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবদেনটি সক্রিয় হয়ে যাবে। ডকুমেন্ট প্রস্তুত হলে SMS অথবা Email অথবা উভয় এর মাধ্যমে জানানো হবে। আবদেনকারী চাইলে সফটওয়্যারে লগইন এর মাধ্যমেও আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
আবেদনের হার্ডকপি জমা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আসার কোনো প্রয়োজন নাই।
আশা করি আপনাদের এই তথ্যগুলো আবেদন করতে সহায়তা করবে। ধন্যবাদ।