এই পোস্টে আমরা জানব ষষ্ঠ শ্রেনীর, বিষয় জীবন ও জীবিকা এর চতুর্থ অধ্যায়, আর্থিক ভাবনা সম্পর্কে।
প্রশ্ন-১: শীতকালে কে ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল এবং কেন?
উত্তর: শীতকালে পিপীলিকা ভালোভাবে এবং নিশ্চিন্তে থাকতে পেরেছিল। কারণ শীতকালের জন্য পিপীলিকা তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে রেখেছিল।
প্রশ্ন-২: মাটি থেকে তুমি কী শিখলো?
উত্তর: অনিশ্চিত ভবিষ্যতের জন্য সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ। সঞ্চয় বিপদের বন্ধু। বিপদের দিনে বা খারাপ সমনে সঞ্চয় প্রয়োজনীয় চাহিদা মেটায়। সঞ্চয়কে কাজে লাগিয়ে বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়।
ছক: ১
আয় (কী বাবদ এবং কত) | ব্যয় (কী বাবদ এবং কত) | সঞ্চয় |
১। সেলামি / প্রণামি উপহার ১০০ টাকা | ১। খেলনা- ৫০ টাকা | ৫০ টাকা |
২। পুরাতন বই-খাতা বিক্রয় ২০০ টাকা | ২। নতুন খাতা ক্রয় ১০০ টাকা | ১০০ টাকা |
৩। টিফিনের টাকা ৫০ টাকা | ৩। খাবার ক্রয় ৩০ টাকা | ২০ টাকা |
৪। উপবৃত্তি ৫০০ টাকা | ৪। উপহার জন্য ৩০০ টাকা | ২০০ টাকা |
মোট আয় ৮৫০ টাকা | মোট ব্যয় ৪৮০ টাকা | মোট সঞ্চয়: ৩৭০ টাকা |
আয়- ব্যয়ের ছক
তারিখ | আয়ের খাত | আয় | ব্যয়ের খাত | ব্যয় | উদ্বৃত্ত/সঞ্চয় |
১/০৪/২০২৩ | টিফিনের টাকা | ৫০ টাকা | খাবার ক্রয় | ৪০ টাকা | ১০ টাকা |
৫/০৪/২০২৩ | উপবৃত্তি | ৫০০ টাকা | বই ক্রয় | ৩৫০ টাকা | ১৫০ টাকা |
১০/০৪/২০২৩ | জন্মদিনের উপহার | ৫০০ টাকা | খেলনা ক্রয় | ৪০০ টাকা | ১০০ টাকা |
১৩/০৪/২০২৩ | পুরাতন বই-খাতা বিক্রয় | ২০০ টাকা | খাতা ক্রয় | ১৫০ টাকা | ৫০ টাকা |
১৮/০৪/২০২৩ | সেলামি | ১০০০ টাকা | জামা ক্রয় | ৭০০ টাকা | ৩০০ টাকা |
২১/০৪/২০২৩ | সবজি বিক্রয় | ৪০০ টাকা | খাবার ক্রয় | ৩০০ টাকা | ১০০ টাকা |
২৫/০৪/২০২৩ | খেলনা বিক্রয় | ৪৫০ টাকা | চারাগাছ ক্রয় | ৩০০ টাকা | ১৫০ টাকা |
মোট: | ৩১০০ টাকা | ২২৪০ টাকা | ৮৬০ টাকা |
(ক) তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সঞ্চয়ের সুবিধাগুলো উল্লেখ করো।
উত্তর: ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সঞ্চয়ের সুবিধাগুলো নিরূপ:
১। দুর্যোগ কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য সঞ্চিত অর্থ কাজে আসে।
২। বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য সঞ্চয় প্রয়োজন।
৩। কাউকে উপহার দেওয়ার জন্য সঞ্চয় টাকা কাজে লাগে।
৪। মা-বাবার আর্থিক প্রয়োজনে টাকার যোগান দেওয়া যায়।
৫। অপরকে সাহায্য করতে সঞ্চিত অর্থ প্রয়োজন।
(খ) সঞ্চয় না করলে কী ধরনের সমস্যা হতে পারে বলে তোমরা মনে করো?
উত্তর: সঞ্চয় না করলে যেসব সমস্যা হতে পারে তা নিচে দেওয়া হলো:
১। দুর্যোগ কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করা যাবে না।
২। বিভিন্ন ইচ্ছা পুরণ করা যাবে না।
৩। কাউকে উপহার দেওয়ার জন্য সঞ্চয় টাকা কাজে লাগে। সঞ্চিত টাকা না থাকলে উপহার দেওয়া যাবে না।
৪। মা-বাবার আর্থিক প্রয়োজনে টাকার যোগান দেওয়া যাবে না।
৫। অপরকে সাহায্য করা যাবে না।
শূন্যস্থান পূরন করি
তোমার কী কী বদঅভ্যাস (যেমন: জাঙ্ক ফুড) আছে, যা বাদ দিতে হবে। | তোমার কী কী বিলাসিতা আছে, যা কমাতে হবে | তোমার কী কী প্রয়োজন আছে, যা কিনতে হবে |
১। ফুচকা খাওয়া২। ঝালমুড়ি খাওয়া৩। কোমল পানীয় খাওয়া | ১। দামি কাপড় কেনা২। বেশি বেশি ঘুরতে যাওয়া৩। দামী খেলনা কেনা | ১। বই কেনা২। স্কুল ব্যাগ কেনা৩। জ্যামিতি বক্স কেনা |
ছক: ৪.২ | সঞ্চয় সংরক্ষণের উপায়
সংরক্ষণের ধরন | নিরাপদ কিনা (হ্যাঁ /না) | প্রয়োজনের সময় সহজে পাওয়া যাই কিনা ( হ্যাঁ/না) | আয় বা মুনাফা/লাভ পাওয়া যায় কিনা (হ্যাঁ /না) | অর্থ আদান প্রদানের কোন প্রমান থাকে কিনা (হ্যাঁ /না) |
বাড়িতা ( বাক্স, মাটির ব্যাংল ইত্যাদি) | হ্যাঁ | হ্যাঁ | না | না |
ব্যাংক | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
বাবা- মা পরিবারের বড় কারো কাছে জমা রাখা | হ্যাঁ | হ্যাঁ | না | না |
👉 আগামীর স্বপ্ন – সমাধান | জীবন ও জীবিকা – ৩য় অধ্যায় | ষষ্ঠ শ্রেণী
প্রশ্ন: সত্যের বাবা সাগর সরকার মাসে ২০,০০০ টাকা করে বেতন পান এবং প্রতিমাসে সংসারে তার ১৮,৫০০ টাকা খরচ হয়। প্রতি মাসে তার সঞ্চয় কত তা হিসাব করে বের করো। কিন্তু তিনি সঞ্চিত অর্থ জমিয়ে না রেখে এটা-সেটা কিনে খরচ করে ফেলেন। তবে তিনি এভাবে সঞ্চিত এক বছরের অর্থ নিকটস্থ ব্যাংকে জমা রাখলে ৭% লভ্যাংশ পেতেন। যদি তাই হয়, সেক্ষেত্রে বল এরকম একটি পরিস্থিতিতে সাগর সরকারের জন্য কিছু পরামর্শ দাত বৃদ্ধি পেয়ে কত হতো। বলতো?
(ক) প্রতি মাসে তার সঞ্চলা কত তা হিসাব করে বের করো।
সাগর সাহেব মাসে আয় করেন ২০,০০০ টাকা সাগর সাহের মাসে খরচ করেন = ১৮.৫০০ টাকা
সাগর সাহেবের মাসিক সঞ্চয় = ১,৫০০ টাকা
উত্তর: ১,৫০০ টাকা
(খ) ৫ বছর পর তার সঞ্চিত অর্থ বৃদ্ধি পেয়ে কত হতো?
‘ক’ হতে পাই, সাগর সাহেবের মাসিক সময় ১,৫০০ টাকা
সাগর সাহেবের ১২ মাস বা ১ বছরের সঞ্চয় = (১,৫০০ x ১২) টাকা
= ১৮,০০০ টাকা
দেওয়া আছে, লভ্যাংশ = ৭%
সময় = ৫ বছর
সঞ্চয় (১ বছর) = ১৮,০০০ টাকা
১০০ টাকার ১ বছরের লভ্যাংশ = ৭ টাকা
১ টাকার ১ বছরের লভ্যাংশ = ৭/১০০ টাকা
১৮,০০০ টাকার ৫ বছরের লভ্যাংশ=
৭×১৮০০০×৫×/১০০
= ৬,৩০০ টাকা
সুতরাং, ৫ বছর পর সঞ্চিত অর্থ বৃদ্ধি পেয়ে হবে ( ১৮,০০০+ ৬,৩০০) টাকা
= ২৪, ৩০০ টাকা
উত্তর: ২৪,৩০০ টাকা
(গ) সাগর সাহেবের জন্য পরামর্শ
উত্তর: সাগর সাহেব প্রতি মাসে করলে তি অর্থ হতো ১,৫০০ টাকা কিন্তু তিনি এই টাকা জমা না করে খরচ করে ফেলেন। তিনি যদি এই টাকা ব্যাংকে জমা রাখতেন তাহলে ৭% লভ্যাংশে ৫ বছর পর ২৪, ৩০০ টাকা পেতেন। তাই সাগর সাহেবের উচিত সঞ্চিত অর্থ খরচ না করে বাংকে জমা রাখা।
প্রশ্ন: আর্থিক পরিকল্পনার জন্য পোষ্টার তৈরি।
পছন্দগুলো:
১। বাইসাইকেল
২। ক্রিকেট ব্যাট
৩। ফুটবল
৪। নতুন নতুন স্কুল ড্রেস
পছন্দের অগ্রাধিকার
১। স্কুলের জন্য নতুন স্কুল ড্রেস ক্রয়।
পরিকল্পনা
১। কবে কিনব
২। কত টাকা প্রয়োজন
৩। কিভাবে টাকা সঞ্চয় করব
সঞ্চয়ী হিসাব খোলা:
১। ব্যাংকে যায়।
২। স্কুল ব্যাংকিংয়ে সঞ্চয়ী হিসাব খুলি
৩। টাকা জমায়
প্রশ্ন: এ অধ্যায়ের যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে-
১। ভুল ব্যাংকিংয়ের হিসাব খোলা ও পরিচালনার নিয়ম জানতে হবে।
২। স্কুল ব্যাংকিংয়ের ফরম পুরণ
৩। আর্থিক ডায়েরি অনুসরণের নিয়ম জানতে হবে।