বিশ্বভরা প্রাণ – সমাধান | বিজ্ঞান – অনুশীলন বই | ১৩ অধ্যায় | ষষ্ঠ শ্রেণী

বিশ্বভরা প্রাণ - সমাধান | বিজ্ঞান - অনুশীলন বই | ১৩ অধ্যায় | ষষ্ঠ শ্রেণী

ই পোস্টে আমরা জানব ষষ্ঠ  শ্রেনীর, বিষয় বিজ্ঞান (অনুশীলন বই) এর ত্রয়োদশ অধ্যায়, বিশ্বভরা প্রাণ সম্পর্কে।

★ এই গল্পের পরের অংশে আর কী কী ঘটবে তা ঠিক করবে তোমরাই।

নমুনা উত্তর :

গল্পের পরের অংশ :

এক সময় ভোট গণনা শেষ হলো। দেখা গেল বিজয়ী হয়েছে বটগাছ। বটগাছ বিজয়ী হওয়াতে কেউ কেউ বলতে চেষ্টা করলো, “নির্বাচনে কারচুপি হয়েছে, এ নির্বাচন মানিনা!”

বাঘ বলল, “আমি বনের রাজা, তাই আমারই নির্বাচনে জিতা উচিত ছিল।

বানর বলল, “না! আমারই জিতা উচিত ছিল।অন্য প্রাণীদের কেউ কেউ একই রকম মুক্তি দিতে চেষ্টা করল। তখন মানুষ তাদের সবাইকে বুঝালো, “আসলে যোগ্য হিসেবেই বটগাছ বিজয়ী হয়েছে।

★ পড়া হয়ে গেছে? তাহলে তো প্রথম চমকটাও জেনে গেছ। হ্যা এই গল্পটা অসমাপ্ত; আর গল্পের শেষটা ঠিক করবে তোমরাই। তবে তার আগে একটু নিজে নিজে গল্পের চরিত্রগুলো নিয়ে ভাবো। তোমার মতে নির্বাচনে কে জিতবে? সে কী ধরনের জীব? কী খায়? কোথায় থাকে? চিন্তা করে কটপট নিচের ফাঁকা জায়গায় তোমার চিন্তাগুলো লিখে ফেলো। কোনো প্রশ্নের উত্তর না জানলে চিন্তা করো না, আপাতত অনুমান করেই লিখতে পারো। পরে মিলিয়ে নিও অনুমান সঠিক কিনা-

নমুনা উত্তর :

নির্বাচনে জিতবে কে?বটগাছ
সে কী ধরনের জীব?উদ্ভিদ 
তার সম্পর্কে কী কী জানো? সে কী খায় বা কোথায় থাকে?বটগাছ একটি বৃহদাকার বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এটি একটি বর্তনী গাছ। এটি একাটি বহুবর্ষজীবী গাছ। এ গাছ খুব বড় জায়গা জুড়ে জমির সমান্তরালে শাখা-প্রশাখা বিস্তার করে জন্মায়।বটগাছ সূর্যালোক, পানি ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। আমাদের আশপাশে, রাস্তার ধারে বন-জঙ্গলে এরা জন্মায় বা থাকে।
এই চরিত্রটি কেন ভোটে জিতবে বলে তোমার মনে হলো?বটগাছ জীবজগতের গুরুত্বপূর্ণ সদস্য। উদ্ভিদের অন্তর্ভুক্ত।  পৃথিবীতে জীবের অস্তিত্ব বজায় রাখার জন্য বটগাছ তথা উদ্ভিদ অপরিহার্য। অন্য সব প্রাণী বেঁচে থাকার জন্য একমাত্র উদ্ভিদের নির্ভর করতে হয়। বটগাছ অনেক জীবের বাসস্থান। বটগাছের ছায়ায় অন্যপ্রাণীরা বিশ্রাম নেয়। এসব বিবেচনায় আমার মনে হয় বটগাছ জিতবে।

দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেশন

আগের সেশনে তোমরা তো গল্পটা নিয়ে আলাপ করলে। এখন একটু গল্পের সবগুলো চরিত্র খুঁটিয়ে দেখা যাক। আগের গল্পের মোট চরিত্র কয়টি এবং কোনটা কোন ধরনের জীব (উদ্ভিদ / প্রাণী / অণুজীব) নিচে লিখে রাখো- 

নমুনা উত্তর:

চরিত্রের নামকোন ধরনের জীব?
বটগাছউদ্ভিদ 
হাতিপ্রাণী 
তেলাপোকা প্রাণী
বানরপ্রাণী
মানুষ প্রাণী
বাঘপ্রাণী
ভাইরাস পরজীবী (অণুজীব)
ব্যাকটেরিয়া অণুজীব
পিপড়াপ্রাণী
হুতুম প্যাঁচা প্রাণী
ব্যাঙপ্রাণী
টিকটিকিপ্রাণী

পঞ্চম সেশন

★ সবাই নিশ্চয় স্কুলে, বাড়িতে অনেক প্রস্তুতি নিয়ে এসেছ নাটকের। আজকের সেশনে একে একে সব দলের নাটক মঞ্চস্থ হবে। তোমার দশের কে কোন ভূমিকা পালন করেছ তা নিচে লিখে রাখো। শুধু অভিনেতা নয়, সংলাপ লেখা থেকে শুরু করে অন্যান্য কাজ কে কোনটা করেছে সেটাও লিখে রাখতে ভুলো না।

( নিজেরা বিদ্যালয়ে করবে।)

প্রয়োজনীয় প্রশ্ন:

প্রশ্ন ১: ‘জীবজগতের নেতা’ গল্পে সভার আয়োজক কে ছিল?

উত্তর: বটগাছ 

প্রশ্ন ২। পৃথিবীর প্রাণিজগৎ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে কোন কারণে?

উত্তর : জলবায়ু পরিবর্তন।

প্রশ্ন ৩। জীবগতের নেতা” গল্পে কে নিজেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান দাবি করে?

উত্তর : বানর

প্রশ্ন ৪। জ্যান্ত প্রাণীর মতো একের পর এক কোষ দখল করে কে?

উত্তর : ভাইরাস।

প্রশ্ন ৫। আজীবন বনের রাজা হিসেবে নিজেকে দাবি করে কে?

উত্তর: বাঘ।

প্রশ্ন ৬। মিলেমিশে কাজ করে কে?

উত্তর : পিপড়া। 

প্রশ্ন ৭। মাটির নিচে শহর বানিয়ে থাকে কারা? উত্তর: পিপড়া।

প্রশ্ন ৮। নিঃশব্দে রাতের আকাশে ঘুরে বেড়ায় কে?

উত্তর : হুতুম প্যাঁচা। 

প্রশ্ন ৯। রোদ, পানি, বাতাস থেকে থানা তৈরি করে কে? 

উত্তর : উদ্ভিদ।

প্রশ্ন ১০। নিজের খাবার নিজে তৈরি করে কে?

উত্তর : উদ্ভিদ।