BUET Admission Circular 2024-25 | বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষা তিনটি শিফটে গ্রহণ করা হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীদের মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

এই পোস্টে আমরা জানব বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে।

বুয়েট ভর্তি পরীক্ষার সময়সূচি | BUET Admission Test Time

নিচে বুয়েটের ভর্তি পরীক্ষার সময়সূচি দেওয়া হলো।


ক্রমবিবরণতারিখ ও সময়
অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা শুরু৩০ নভেম্বর ২০২৪, শনিবার সকাল ১০:০০ টা
অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা শেষ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার বিকাল ৫:০০ টা
মোবাইল/অনলাইনে ব্যাংক-এর মাধ্যমে আবেদন ফি প্রদান শেষ১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার বিকাল ৩:০০ টা
E, T, S, R চিহ্নিত আবেদনপত্র সরাসরি রেজিস্ট্রেশন অফিসে দাখিলের জন্য প্রয়োজন২ ডিসেম্বর ২০২৪ সোমবার থেকে ১৭ ডিসেম্বর ২০২৪ বুধবার (গুরুত্বপূর্ণ সরকারি ছুটির দিন বাদে)সকাল ১০:০০ টা – বিকাল ৫:০০ টা (সরাসরি জমা দেওয়া কেন্দ্র প্রযোজ্য)
প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার
প্রাক-নির্বাচনী পরীক্ষা২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার (পরীক্ষার স্থান ও সময় পরবর্তীতে BUET-এর ওয়েবসাইটে (www.buet.ac.bd) জানানো হবে)
মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ৪ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার
মূল ভর্তি পরীক্ষা:


মডিউল A: ( “ক” এবং “খ” গ্রুপ) উচ্চতর গণিত, পদার্থবিদ্যা এবং রসায়ন

মডিউল B: (“খ” গ্রুপ) মুক্তহস্ত অঙ্কন (Freehand Drawing) এবং দৃশ্যমান ও স্থাপত্য বুদ্ধিমত্তা (Visual-Spatial Intelligence)
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার


মডিউল A:
সকাল ১০:০০ টা থেকে দুপুর ২:০০ টা

মডিউল B: বিকাল ২:০০ টা থেকে বিকাল ৩:৩০ মিনিট
ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ৮ মার্চ ২০২৫, শনিবার

Preliminary Exam: 23 January, 2025

Written Exam : 13 February, 2025

BUET ভর্তি আবেদন করার নিয়ম

ভর্তি আবেদনের ওয়েবসাইটঃ www.buet.ac.bd

অনলাইনে আবেদন ফরম পূরণ

এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.buet.ac.bd)-এর মাধ্যমে প্রথমে আবেদনের ফরম যথাযথভাবে পূরণ করতে হবে এবং আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (আনুমানিক 300×350 pixel ও সর্বোচ্চ 75 KB সাইজের) এবং স্বাক্ষর (স্ক্যানকৃত বা ছবি নেয়া, আনুমানিক 300×80 pixel ও সর্বোচ্চ 20 KB সাইজের) আপলোড করতে হবে। ছবি ও স্বাক্ষর উভয়ই JPEG format-এ হবে এবং ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এই ছবিটির উপর কোন প্রকার লেখা বা সত্যায়ন করা যাবে না। ছবি ও স্বাক্ষরের ক্ষেত্রে কোন ধরণের অস্পষ্টতা বা বিকৃতি গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য যে, আবেদনকারীর ছবি ও স্বাক্ষর প্রাক-নির্বাচনী/মূল ভর্তি পরীক্ষার হলে মিলিয়ে দেখা হবে।

আবেদন ফরমের সকল প্রয়োজনীয় তথ্য ইংরেজীতে পূরণ করতে হবে। তথ্য পূরনের পর “Preview” button এ ক্লিক করলে ছবি ও স্বাক্ষরসহ পূরণকৃত ফরমটি “Preview of Application” page- এ দেখা যাবে। এ অবস্থায় কোন তথ্য সংশোধন করার প্রয়োজন হলে “Edit” button এ ক্লিক করে edit করা যাবে।

উপরে উল্লেখিত “Preview of Application” page- এ সকল তথ্য, ছবি ও স্বাক্ষর সঠিক হলে “Submit” button ক্লিক করে আবেদনটি submit করতে হবে। উল্লেখ্য যে, Step 3- এ বর্ণিত “Final Submit” button- এ ক্লিক না করা পর্যন্ত আবেদনটি চূড়ান্ত বলে বিবেচিত হবে না।

আবেদনটি সঠিকভাবে Submission হলে একটি “Confirmation Page” পাওয়া যাবে যাতে একটি ৫ অংকের Application Serial No সহ প্রয়োজনীয় নির্দেশনা থাকবে। এই Page-এর নীচে অবস্থিত “Download Receipt of Application” button টি ক্লিক করলে অনলাইনে পূরণকৃত আবেদনের “Receipt of Application”- এর PDF version টি স্বয়ংক্রিয়ভাবে তৈরী হয়ে যাবে, যা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

কোন কোন আবেদনকারীর ক্ষেত্রে ভর্তির আবেদনপত্রে ও “Receipt of Application” এ নিম্নলিখিত কারণে E.T.S বা R চিহ্ন প্রদান করা হবে।

E: GCE “O” লেভেল/ GCE “A” লেভেল উত্তীর্ণ এবং বিদেশী শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ আবেদনকারী।

T: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত আবেদনকারী।

S: আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্য ও বোর্ড হতে প্রাপ্ত তথ্য-এর অমিল হলে অথবা আবেদনকারীর তথ্য বোর্ড হতে প্রাপ্ত না হলে।

R: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্য ও বোর্ড হতে প্রাপ্ত তথ্য-এর অমিল হলে অথবা আবেদনকারীর তথ্য বোর্ড হতে প্রাপ্ত না হলে।

উপরোক্ত E, T, S বা R চিহ্নযুক্ত “Receipt of Application” এর সাথে পূরণকৃত আবেদনের ফরমটির একটি PDF Version-ও তৈরী হয়ে যাবে যা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। এ সংক্রান্ত পরবর্তী করণীয় STEP 4- এ বর্ণনা করা হয়েছে।

BUET Admission Circular 2024-25