এই পোস্টে আমরা জানবো ষষ্ঠ শ্রেনীর বিষয় বাংলা এর ৪র্থ অধ্যায়, চারপাশের লেখার সাথে পরিরিচিত হই সম্পর্কে।
আরো সহজে শিখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে থাকা এই বিষয়ক ভিডিও থেকে।
সমাধান:
১. সবুজ ফার্মেসি
উপরের লেখাটি কী নামে পরিচিত: সাইনবোর্ড
লেখাটি পড়ে কী বুঝলাম: এটি একটি ওষুধের দোকান এবং এখানে ওষুধ পাওয়া যায়
এর ব্যবহার কী: প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ কেনার জন্য এখানে আসা যাবে।
২. হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন।
উপরের লেখাটি কী নামে পরিচিত: পোস্টার
লেখাটি পড়ে কী বুঝলাম: এটি নির্বাচনী প্রচারণা। হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিতে বলা হচ্ছে।
এর ব্যবহার কী: নির্বাচনী প্রচারণার কাজে।
👉 বুঝে পড়ি লিখতে শিখি – সমাধান | বাংলা – পঞ্চম অধ্যায় | ষষ্ঠ শ্রেণী
৩. শুভ নববর্ষ ১৪৩০
উপরের লেখাটি কী নামে পরিচিত: ব্যানার
লেখাটি পড়ে কী বুঝলাম: বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে।
এর ব্যবহার কী: শোভাযাত্রার সামনে।
৪. গ্রন্থাগারের তিন বছর পূর্তিতে বইমেলা
উপরের লেখাটি কী নামে পরিচিত: আমন্ত্রণপত্র
লেখাটি পড়ে কী বুঝলাম: গ্রন্থাগারের তিন বছর পূর্তিতে বইমেলার আমন্ত্রণ জানানো হচ্ছে।
এর ব্যবহার কী: কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে
৫. নিমপাতা টুথপেস্ট
উপরের লেখাটি কী নামে পরিচিত: পত্রিকার বিজ্ঞাপন/ বিজ্ঞাপন।
লেখাটি পড়ে কী বুঝলাম: নিমপাতা টুথপেস্ট ব্যবহার করা ভালো।
এর ব্যবহার কী: বিজ্ঞাপনী প্রচারণার
কাজে।
👉 অর্থ বুঝে বাক্য লিখি – সমাধান | বাংলা – তৃতীয় অধ্যায় | ষষ্ঠ শ্রেণী
৬. বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ জয়।
উপরের লেখাটি কী নামে পরিচিত: স্ক্রল/ টিভির স্ক্রল/ টিভির সংবাদ।
লেখাটি পড়ে কী বুঝলাম: বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ জয় করেছে।
এর ব্যবহার কী: জরুরি ও জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রচার কাজে।
নিজেরা করি
মনে করো, ‘সততা স্টোর’ নামে তোমরা একটি দোকান খুলতে যাচ্ছ। এই দোকান থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে। বিষয়টি মাথায় রেখে কয়েকটি দলে ভাগ হয়ে নিচের কাজগুলো করো।
নমুনা উত্তর :
১. দোকানের সামনে টাঙানো জন্য একটা সাইনবোর্ড তৈরি করো।
সততা স্টোর এখানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই, খাতা, কলম, পেন্সিলসহ সকল ধরনের স্টেশনারি ন্যায্য মূল্যে পাওয়া যায়। –———————————————————— কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। |
২. দোকানের প্রচারের জন্য একাধিক পোস্টার বানাও।
শুভ উদ্বোধন সততা স্টোর এখানে বই, খাতা, কলম, পোশাক ও সব ধরনের স্টেশনারি সুলভ মূল্যে পাওয়া যায়। –———————————————————— কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। |
৩. তোমাদের উদ্দেশ্যের কথা জানিয়ে শোভাযাত্রায় ব্যবহার করার জন্য একটি ব্যানার তৈরি করো।
শুভ উদ্বোধন সততা স্টোর এখানে ন্যায্যমূল্যে পাওয়া যায়- √ সকল শ্রেণির বই। √ সকল ধরনের খাতা/কলম √ সকল সহায়ক বই √ স্টেশনারি দ্রব্য √ স্কুল ব্যাজ/পোশাক আমাদের উদ্দেশ্য- □ আপনি সুলভমূল্যে প্রয়োজনীয় জিনিস কিনুন। □ প্রয়োজনীয় জিনিস হাতের কাছে পান। □ সময় ও অর্থ অপচয় থেকে রক্ষা পান। –———————————————————— কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। |
৪. দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র লেখো।
সুধী,
আগামী ১০ এপ্রিল, ২০২৪, সোমবার কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত ‘সততা স্টোর’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধান শিক্ষক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানে আপনার/আপনাদের উপস্থিতি কামনা করছি।
আবদুল্লাহ আল রাহাত
সততা স্টোর
অনুষ্ঠানসূচি দুপুর: ২ টা শুভ উদ্বোধন দুপুর ২ টা ৩০ মিনিটআড্ডা ও চা চক্র বিকাল ৩ টাসাংস্কৃতিক অনুষ্ঠান স্থান : কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় |
৫. দোকানের উদ্দেশ্য ও উদ্বোধনী অনুষ্ঠানের তথ্য জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করো।
সুখবর! সুখবর! সততা স্টোর শুভ উদ্বোধন ১০ এপ্রিল, ২০২৩ ‘সততা স্টোর’ থেকে ন্যায্যমূল্যে জিনিস কিনুন, স্বনির্ভর দেশ গড়ুন। –———————————————————— কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। |
৬. দোকান উদ্বোধনের খবর টেলিভিশনে প্রচারের জন্য একটি স্কুল-বাক্য রচনা করো।
LIVE BRAKING NEWS ‘সততা স্টোর’ উদ্বোধন, ১০ এপ্রিল সোমবার। –———————————————————— স্থান : কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়। |