আজকে আমরা এই পোস্টে জানব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি ২০২৫ এর সম্পুর্ণ তথ্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
CU Admission Circular 2025
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হয়েছে। CU ভর্তি ফর্ম 2024-25 ভর্তি https://admission.cu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করা যেতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন ১ জানুয়ারী, ২০২৫ তারিখে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারী, ২০২৫।
তবে, ১৮ জানুয়ারী ২০২৫ পর্যন্ত আবেদন ফি প্রদান করা যাবে। একই ওয়েবসাইট থেকে CU অ্যাডমিট কার্ডও ডাউনলোড করা যাবে। প্রতিটি ইউনিটের জন্য একটি পৃথক প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং একটি পৃথক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার তারিখ, সময় এবং আসন পরিকল্পনা প্রবেশপত্রে উল্লেখ থাকবে। তার আগে, প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচী প্রকাশ করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫ ভর্তির আবেদনের সময়সূচি | CU Admission 2025 Test Application Date
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন : ১ জানুয়ারি ২০২৫।
ভর্তির শেষ তারিখ : ১৫ জানুয়ারি ২০২৫।
আবেদন ফিঃ : ১০০০ ( এক হাজার ) টাকা।
আবেদনের ওয়েবসাইট / লিংক : https://admission.cu.ac.bd
প্রবেশপত্র ডাউনলোড :
প্রবেশপত্র ডাউনলোড : আগামী ২ মার্চ ২০২৫ থেকে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫ ভর্তি পরীক্ষার সময়সূচি | CU Admission Examination Date
পরীক্ষার তারিখ : ১ মার্চ ২০২৫ থেকে ২৪ মার্চ ২০২৫ পর্যন্ত।
আমি আপলোড করা ছবিটি সরাসরি ছক আকারে লিখে দিচ্ছি:
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সময়সূচি
ক্রম | ইউনিট/উপ-ইউনিট | ভর্তি পরীক্ষার তারিখ |
---|---|---|
১ | A ইউনিট | ১ মার্চ ২০২৫ (শনিবার) |
২ | B ইউনিট | ৮ মার্চ ২০২৫ (শনিবার) |
৩ | B1 উপ-ইউনিট | ১০ মার্চ ২০২৫ (সোমবার) |
৪ | B2 উপ-ইউনিট | ১১ মার্চ ২০২৫ (মঙ্গলবার) |
৫ | C ইউনিট | ২২ মার্চ ২০২৫ (শনিবার) |
৬ | D ইউনিট | ২৪ মার্চ ২০২৫ (সোমবার) |
৭ | D1 উপ-ইউনিট | ২৪ মার্চ ২০২৫ (সোমবার) |
B1 ও D1 উপ-ইউনিট ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
বিভাগ/ইনস্টিটিউট | তারিখ | বার |
---|---|---|
চারুকলা ইনস্টিটিউট | ১৫ এপ্রিল ২০২৫ | মঙ্গলবার |
নাট্যকলা বিভাগ | ১৭ এপ্রিল ২০২৫ | বুধবার |
সংগীত বিভাগ | ১৯ এপ্রিল ২০২৫ | শনিবার |
ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ | ২০ ও ২১ এপ্রিল ২০২৫ | রবিবার ও সোমবার |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমূহ | Chittagong University has different units for various faculties
- A-Unit: Faculty of Science, Biology, Engineering, and Marine Sciences and Fisheries
- B-Unit: Faculty of Arts and Humanities
- C-Unit: Faculty of Business Administration
- D-Unit: Faculty of Social Sciences
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০২১- ২০২২ সালের মাধ্যমিক/ সমমান এবং ২০২৩ – ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় উত্তির্ন হতে হবে।
ইউনিট অনুযায়ী ভর্তি যোগ্যতা
ইউনিট – A : সর্বনিম্ন জিপিএ ৮.৫০ ( ৪র্থ বিষয় সহ)। মাধ্যমিক/সমমান এসএসসি (SSC) পরীক্ষায় ন্যূনতম ৪.০০ এবং উচ্চমাধ্যমিক/সমমান (HSC) পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে
ইউনিট – B : বিজ্ঞান ৭.৫০, ব্যবসায় শিক্ষা ৭.৫০, মানবিক ৭.০০ জিপিএ থাকতে হবে। ( ৪র্থ বিষয় সহ)।
আলাদাভাবে, মাধ্যমিক/সমমান এস. এস. সি (SSC) তে নূন্যতম জিপিএ বিজ্ঞান ৩.৫০, ব্যবসায় শিক্ষা ৩.৫০, মানবিক ৩.০০ এবং উচ্চমাধ্যমিক/সমমান এইচ. এস. সি (HSC) তে নূন্যতম জিপিএ বিজ্ঞান ৩.৫০, ব্যবসায় শিক্ষা ৩.৫০, মানবিক ৩.০০ জিপিএ থাকতে হবে।
ইউনিট – C : সর্বনিম্ন জিপিএ ৭.৫০ ( ৪র্থ বিষয় সহ)।
আলাদাভাবে, মাধ্যমিক/সমমান (SSC) ও উচ্চমাধ্যমিক/সমমান (HSC) নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে।
ইউনিট – D : সর্বনিম্ন জিপিএ ৮.০০ ( ৪র্থ বিষয় সহ)।
আলাদাভাবে, মাধ্যমিক/সমমান (SSC) ও উচ্চমাধ্যমিক/সমমান (HSC) নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে।
পরীক্ষার্থীরা পরীক্ষার হলে FX-100 বা এর নিচে সাধারণ মানের (মেমোরি অপশন ব্যতীত) ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে
পরীক্ষার হলে কী কী নিষিদ্ধ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে সকল ইউনিটে ভর্তি প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে Mobile Phone, Electronic Device সম্বলিত ঘড়ি ও কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।
CU Admission Circular 2025
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদনের জন্য আবেদনকারীর করণীয়ঃ
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট https://admission.cu.ac.bd এই লিংকে ক্লিক করে SSC এবং HSC এর সঠিক তথ্য প্রদান করে ফরম পূরণ করতে হবে।
- ৩০০×৩০০ পিক্সেলের ছবি দিতে হবে।
- মোবাইল নম্বর দিতে হবে।
CU Admission Circular 2025 PDF Download
নিচের লিংক ব্যবহার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ ডাউনলোড করতে পারবেন।
7 thoughts on “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ | CU Admission Circular 2025”
Comments are closed.