CU

CU Admission Login Password Forget Solution | চবি ভর্তি পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় কি

আজ আমরা জানব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনের পাসওয়ার্ড ভূলে গেলে বা হারিয়ে গেলে কি করণীয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এডমিশন আবেদন করার সময় একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়। এবং পরবর্তীতে এডমিট কার্ড ডাউনলোড করার সময় লগইন করতে হয়।

তাই প্রত্যেকের পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখা অত্যন্ত জরুরি। তবে অনেক সময় ভুল বসত আমাদের পাসওয়ার্ড ভুলে যায় বা হারিয়ে ফেলি। এবং পাসওয়ার্ড ছাড়া আমরা আমাদের আইডিতে ঢুকতে পারবনা। ফলে এডমিট কার্ড ডাউনলোড করতে পারব না।

তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে পাসওয়ার্ড রিকভার করা যায়।

CU Admission LogIn Password Recover

প্রথমে https://admission.cu.ac.bd/ এই লিংকে প্রবেশ করবেন। তারপর দেখতে পারবেন ২ টা অপশন দেখাচ্ছে একটি হলো Login অন্যটি Submit

আপনি যেহেতু পাসওয়ার্ড জানেন না। সেজন্য আপনাকে Submit অপশনে ক্লিক করতে হবে।

তারপর খালি ঘরগুলো পূরন করতে হবে।

যেমন : SSC Roll, Board, HSC Roll,Board, Mobile Number, Complain Topic.

আপনি Complain Topic এ ক্লিক করে Forget or Loss My Password ক্লিক করবেন তারপর Submit অপশনে ক্লিক করবেন।

আপনাদের সুবিধার্থে ছবি আকারে দেওয়া হলো।