২০২৩ সালের ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি | NU Degree (Pass) 1st Year Form Fill UP Notice 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনের মাধ্যমে তা পূরণ করা যাবে।

আজকের এই পোস্টে আমরা জানব ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ কখন এবং কী কী প্রয়োজন তা সম্পর্কে বিস্তারিত। চলুন শুরু করা যাক।

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ফরম পূরণ | NU Online Form Fill Up

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী Online-এ সম্পন্ন করা হবে। পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে। উল্লিখিত পরীক্ষার আবেদন ফরম, বিবরণী ফরম, আনুষঙ্গিক কাগজপত্র পূরণ ও জমাদানের তারিখ এবং ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলী নিম্নে দেয়া হলো।

NU Degree 1st Year Form Fill Up Date | ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ সময়সূচি 

  • আবেদন ফরম পূরণের শুরু ও শেষ তারিখ: ০৩/১১/২০২৪ হতে ২৮/১১/২০২৪ পর্যন্ত
  • শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেয়ার শেষ তারিখ: ০১/১২/২০২৪
  • ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ: ০২/১২/২০২৪ হতে ০৪/১২/২০২৪ পর্যন্ত
  • টাকা জমা দেয়ার শেষ তারিখ: : ০৫/১২/২০২৪ হতে ০৯/১২/২০২৪ পর্যন্ত
  • ওয়েবসাইট : https://www.nu.ac.bd/

২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার নির্ধারিত ফি (প্রতি পরীক্ষার্থী)

ক) ১ম বর্ষ (৭০০ নম্বর) নিয়মিত/প্রাইভেটঃ ৮০০/- (৭০০/- ফি+ ১০০/- ইন-কোর্স ফি)
খ) সার্টিফিকেট কোর্সঃ ৩০০/- (২০০/- ফি+ ১০০/- ইন-কোর্স ফি)
গ) মানোন্নয়ন ফি/অনিয়মিতঃ ৩০০/- + প্রতিপত্রে ১০০/- হারে ১০০/- ইনকোর্স ফি (পূর্বে না দিয়ে থাকলে)
ঘ) কেন্দ্র ফিঃ ৪৫০/-
ঙ) এক বা একাধিক কোর্সে অকৃতকার্য ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এবং ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত (প্রাইভেট) শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ায় সর্বসাকুল্লে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা ফি প্রদান সাপেক্ষে যে সকল শিক্ষার্থী ২য় ও ৩য় বর্ষের সকল বিষয়ে কৃতকার্য হয়েছে তারা বিশেষ বিবেচনায় শুধুমাত্র ২০২৩ সালের ১ম বর্ষ পরীক্ষায় বিশেষ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এবং ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত (প্রাইভেট) যেসকল শিক্ষার্থী ২য় ও ৩য় বর্ষে অকৃতকার্য হয়েছে তারা ২০২৩ সালের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। শর্ত থাকে যে, ২০২৩ সালের ১ম বর্ষ পরীক্ষায় ফরম পূরণ না করলে, ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে পুনরায় অকৃতকার্য হলে ভবিষ্যতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আর কোন আবেদন করতে পারবে না।

পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য:

i) ২০২২-২৩ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ও ২০২৩ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।

ডিগ্রী পাস কোর্স ১ম বর্ষ পরীক্ষা (অনিয়মিত)

i) ২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০২০, ২০২১ ও ২০২২ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০২০, ২০২১ ও ২০২২ সালের ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেনি অথবা অংশগ্রহণ করে অকৃতকার্য (Not Promoted) হয়েছে তারা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
ii) ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক কোর্সে F গ্রেড পেয়ে ২য় বর্ষে উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষার্থীগণ F গ্রেড প্রাপ্ত কোর্সে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
iii) ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৮, ২০১৯, ২০২০ , ২০২১ ও ২০২২ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ২য় বর্ষে উত্তীর্ণ (Promoted-C) হয়েছে তাদের অনুপস্থিত কোর্সে এ পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
iv) উপরোক্ত শিক্ষার্থীদেরকে ১ম বর্ষে “স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস” আবশ্যিকসহ নৈর্বাচনিক বিষয়গুলোর ১ম ও ২য় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
v) ১ম বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ করা বাঞ্চনীয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি | NU Degree (Pass) 1st Year Form Fill UP Notice 2024