অদৃশ্য প্রতিবেশী – সমাধান | বিজ্ঞান – অনুশীলন বই | ৫ম অধ্যায় | সপ্তম শ্রেণী 

অদৃশ্য প্রতিবেশী – সমাধান | বিজ্ঞান – অনুশীলন বই | ৫ম অধ্যায় | সপ্তম শ্রেণী 

অদৃশ্য প্রতিবেশী - সমাধান | বিজ্ঞান - অনুশীলন বই | ৫ম অধ্যায় | সপ্তম শ্রেণী

এই পোস্টে আমরা জানব সপ্তম  শ্রেনীর, বিষয় বিজ্ঞান (অনুশীলন বই) এর ৫ম অধ্যায়, অদৃশ্য প্রতিবেশী সম্পর্কে।

ছক ১

সংক্রামক রোগের নামএ সংক্রামক রোগে আক্রান্ত লোকের সংখ্যাকোন অণুজীব এ রোগের জন্য দায়ী?এ সংক্রামক রোগের লক্ষণ কী কী?কীভাবে এ সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায়?
কলেরা১২ব্যাকটেরিয়া১। ডায়রিয়া 
২।জলশুন্যতা
৩। জ্বর
৪।খিচুনি 
৫। প্রচন্ড ঝিমুনি 
৬। কোমা
১। জীবানুমুক্ত অথবা ফুটানো জল পান করুন।
২। ঘরে পরিষ্কারএবং স্বাস্থ্য বিধি বজায় রাখা।
৩। জলে বরফ খাওয়া থেকে বিরত থাকুন।
৪। ভালো ভাবে রান্না করা বা গরম খাবার খাওয়া। 
৫। কাচা ফল, শাকসবজি, মাছ অথবা মাংস পাবেন না।
৬। কলেরার টিকা গ্রহণ করুন। 
৭।চিকিৎসকের শরণাপন্ন হওয়া।

প্রশ্নঃ অনুজীবের ভূমিকা এবং কিভাবে এটি মানুষের কাজে আসে? 

উত্তরঃ অনুমোীর ব্যবহার করে আমরা পরিবেশ দুষণ দূর করতে পারি, যা পরিবেশবান্ধব এবং সাশ্রয়া। এ ছাড়া খাদ্য তৈরি ও উৎপাদন বাড়ানো, বিভিন্ন রোগ শনাক্তকরণ রোগের প্রতিষেধক তৈরি, বিরূপ আবহাওয়ায় বীজ ও গাছ উৎপাদন (লবণ প্রতিরোধী গাছ)

সংক্রামক রোগের নামএ সংক্রামক রোগে আক্রান্ত লোকের সংখ্যাকোন অণুজীব এ রোগের জন্য দায়ী?এ সংক্রামক রোগের লক্ষন কী কী?কীভাবে এ সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায়?এ সংক্রামক রোগ থেকে বাঁচতে কী কী স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা উচিত। 
কলেরা১২ব্যাকটেরিয়া ১। ডায়রিয়া 
২। জলশুন্যতা
৩। জ্বর
৪। খিচুনি 
৫। প্রচন্ড ঝিমুনি 
৬। কোমা
১। জীবানুমুক্ত অথবা ফুটানো জল পান করুন।
২। ঘরে পরিষ্কারএবং স্বাস্থ্য বিধি বজায় রাখা।
৩। জলে বরফ খাওয়া থেকে বিরত থাকুন।
৪। ভালো ভাবে রান্না করা বা গরম খাবার খাওয়া। 
৫। কাচা ফল, শাকসবজি, মাছ অথবা মাংস পাবেন না।
৬। কলেরার টিকা গ্রহণ করুন। 
৭। চিকিৎসকের শরণাপন্ন হওয়া।
১। হাত ও চারপাশ পরিষ্কার- পরিচা ও জীবাণুমুক্ত রাখার রোগ প্রতিরোধ করতে পারি।
২। সুষম খাদ্য গ্রহন ও নিরাপদ পানি পানের মাধ্যমে আমরা  সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি।
৩। কাঁচা ফল, শাকসবজি, মাছ অথবা মাংস খাবেন না।৪। ভালো ভাবে রান্না করা এবং গরম খাবার খান।

👉 সূর্যালোকে রান্না – সমাধান | বিজ্ঞান – অনুশীলন বই | ৪র্থ অধ্যায় | সপ্তম শ্রেণী 

ফিরে দেখা

প্রশ্নঃ লুই পাস্তর আর জোসেফ মাইস্টারের ঘটনাটা শুনে তোমার কী মনে হলো?

উত্তর: লেভান্ত এক ধরনের ভাইরাস জনিত সংক্রামক রোগ। তাই সংক্রামক রোগের লক্ষণ এতটাই ভয়ংকর ছিল যার কারণে লক্ষ লক্ষ মানুষ আতঙ্কে থাকতো। কিন্তু বিজ্ঞানী লুই পাস্তুর লেভার রোগের প্রতিষেধক আবিষ্কার করায় অনেক মানুষের প্রাণ বেঁচে যায়। একটা ভাইরাসঘটিত রোগবে এতটা বিপদজনক হয় তা এই গল্পটা না পড়লে জানতে পারতাম না।

প্রশ্ন। এ কাজে তোমরা নতুন কী কী শিখেছো?

১। বিভিন্ন ক্ষতিকর ও উপকারী অণুজীব সম্পর্কে জেনেছি।

২। সংক্রামক রোগ প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে জেনেছি।