আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই পোস্টে জানব রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদনের সঠিক নিয়ম সম্পর্কে। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ অনেক আগেই প্রকাশিত হয়েছে। আমাদের ওয়েবসাইটে তা প্রকাশ করেছি। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখতে চাইলে লিংকে ক্লিক করুন।
আপনাদের সুবিধার্থে কিভাবে আপনারা ঘরে বসে নিজেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন করতে পারবেন সে বিষয়ে জানব এই পোস্টের মাধ্যমে।
তাহলে জেনে নেওয়া যাক কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করবেন ঘরে বসেই।
RU Login
প্রথমে উপরের দেওয়া লিংকে ক্লিক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লগইন পেইজে প্রবেশ করুন।
লগইন করার পর এইচএসসি, এসএসসির রোল, পাসের সন ও হুবহু ক্যাপচার কোডটি লিখুন তারপর সাবমিট করুন।
সাবমিট দিলে নিচে দেওয়া প্রর্দশিত ছবির মত দেখাবে। তারপর ‘Mobile No. Verification’ জায়গাটিতে ক্লিক করুন।
এখন মোবাইল নম্বর নিশ্চত করুন’ জায়গাটিতে ক্লিক করুন এবং পরের পেইজে আপনার কাছে থাকা মোবাইল দিয়ে নিশ্চিত করুন।
মোবাইল নম্বর দিলে আপনার ফোনে একটি OTP কোড যাবে সেটা নিশ্চিত করুন।
এরপর ‘প্রাথমিক আবেদন যোগ্য ইউনিট সমূহ’ দেখাবে আপনি কোন কোন ইউনিটে আবেদন করবেন সেগুলোতে চেক দিয়ে Apply বাটনে ক্লিক করুন।
এরপর আপনাকে ছবি আপলোড করতে বলেবে। আপনি সাদা ব্যাকগ্রাউন্ডের 300×300 pix সাইজের একটি ছবি আগেই তৈরী করে আপনার পিসিতে রাখবেন এবং সেটা ছবির জায়গাতে আপলোড করে নেক্সট করবেন।
পরের পেইজে আপনাকে কোটার তথ্য দিতে বলবে যদি আপনার কোন কোটা থাকে সেখানে কোটা এড করুন এবং আপনার যে কোটা আছে সেই মর্মে একটি সনদ আপলোড করে দিবেন। আর যদি না থাকে তাহলে Skip করে পরের পেইজে যাবেন।
এই পেইজে আপনাকে প্রাথমিক আবেদন ফুল ফর্ম দেখাবে। সব তথ্য ঠিক থাকলে Submit Preliminary Application বাটনটিতে ক্লিক করে আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক সেটা নিশ্চত করুন।
ভাষা নিশ্চত করার পর আপনাকে পেমেন্ট করতে হবে। বিকাশ অথবা রকেটে আপনার যেই একাউন্ট আছে সেটাতে মাত্র 55 টাকা রাখবেন একটু বেশি রাখতে পারেন তা তাহলে পেমেন্ট ঝামেলা করতে পারে। এখন ক্লিক করুন Pay Online ওপশনটিতে।
Pay Online ওপশনটিতে ক্লিক করলে পেমেন্ট এর মুল পেইজে নিজে যাবে সেখান থেকে আপনি যেই মেথডে টাকা পেইড করবেন সেটা সিলেক্ট করে টাকা পেমেন্ট করুন।
পেমেন্ট করার পর Back to Student Panel ক্লিক করুন এবং হোম পেইজে গিয়ে নিচে দেখবেন Download লিখা আছে ওখান থেকে Acknowledge Slip টি ডাউনলোড করুন।
আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে হবে।
👉 Rajshahi University Admission Circular 2024 | রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪