সূচকের গল্প (১ – ৭ পৃষ্ঠা)  – সমাধান | ১ম অধ্যায় | সপ্তম শ্রেণী | Class 7 | Math chapter 1 | 2023 

সূচকের গল্প (১ - ৭ পৃষ্ঠা)  - সমাধান | ১ম অধ্যায় | সপ্তম শ্রেণী

এই পোস্টে আমরা জানব ৭ম শ্রেনীর, বিষয় গণিত এর প্রথম অধ্যায় (১ – ৭ পৃষ্ঠা), সূচকের গল্প সম্পর্কে।

সূচকের গল্প (Index Story)

গুণের গননার খেলা অংশে একটি গল্পের মাধ্যমে সূচকের গল্প (Index Story) অধ্যায়ের সূচনা করা হয়েছে। গল্পটি এমনঃ অনেক অনেক বছর আগে কোন অঞ্চলে একজন রাজা ছিলেন। একদিন রাজার দরবারে এক বিদেশি পর্যটক এলেন, সাথে নিয়ে এলেন ভীষণ সুন্দর এক চিত্রকর্ম। রাজা খুশি হয়ে পর্যটককে সেই চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন। কিন্তু পর্যটক সরাসরি কোন মূল্য না চেয়ে বললেন, “এই চিত্রকর্মের মূল্য দেওয়ার নিয়ম একটু ভিন্ন।” রাজা জিজ্ঞেস করলেন, “বলো দেখি কি নিয়ম!” পর্যটক বলেন, একটানা ৫০ (পঞ্চাশ) দিন যাবত এর মূল্য বা দাম নিবেন তিনি। প্রথম দিনে নিবেন ১ টাকা, দ্বিতীয় দিনে নিবেন প্রথম দিনের দ্বিগুণ, অর্থাৎ ২ টাকা, তার পরের দিনে নিবেন দ্বিতীয় দিনের দ্বিগুণ, অর্থাৎ ৪ টাকা।

এভাবে তিনি ৫০ দিন ধরে ঐ চিত্রকর্মের মূল্য নিবেন। হিসাবটি অনেকটা নিচের ছকের মত।

ছক-০.১

দিনগুণের কাজটাকার পরিমাণ
 
১×২
২×২
৪×২

১ নং পৃষ্ঠার কাজঃ তোমরা ছক ০.১ এর ন্যায় একটি ছক খাতায় তৈরি করে ৫ম দিন হতে ২০তম দিন পর্যন্ত টাকার পরিমাণটি নির্ণয় করো।

সমাধানঃ

দিনগুণের কাজটাকার পরিমাণ
৮×২১৬
১৬×২৩২
৩২×২৬৪
৬৪×২১২৮
১২৮×২২৫৬
১০২৫৬×২৫১২
১১৫১২×২১০২৪
১২১০২৪×২২০৪৮
১৩২০৪৮×২৪০৯৬
১৪৪০৯৬×২৮১৯২
১৫৮১৯২×২১৬৩৪৮
১৬১৬৩৮৪×২৩২৭৬৮
১৭৩২৭৬৮×২৬৫৫৩৬
১৮৬৫৫৩৬×২১৩১০৭২
১৯১৩১০৭২×২২৬২১৪৪
২০২৬২১৪৪×২৫২৪২৮৮

কাগজ ভাজের খেলা

সূচকের গল্পে কাগজ ভাঁজের খেলা অংশটি প্রথমে আলোচনা করা গুণের গণনার খেলার অনুরুপ।  যেমন আয়তাকার একটি কাগজকে মাঝে ভাজ করলে এটি ভাজ দ্বারা দুটি ঘরে বিভক্ত হয়, পরের ভাজ দ্বারা ৪ ভাগে বিভক্ত হয়এবং এভাবে চলতে থাকে।

২ নং পৃষ্ঠার কাজঃ দুইটি সমান ভাঁজের জায়গায় প্রতিবারে ৩টি করে ভাঁজ করো এবং মোট ৪ বার ভাঁজ করে ছক ১.১ এর ন্যায় ছক ১.২ পূরণ করো।

ছক – ১.১

কত তম ভাঁজ?ঘর সংখ্যা
১ম
২য়
৩য়
৪র্থ১৬
৫ম৩২

সমাধানঃ

ছক ১.২

কত তম ভাঁজ?ঘর সংখ্যা
১ম
২য়
৩য়৮১
৪র্থ৬৫৬১

কাজঃ তোমাদের যাদের রোল জোড় সংখ্যা তারা ৬ সংখ্যাটি নিচের ছকে লিখো এবং যাদের রোল বিজোড় তারা ৫ সংখ্যাটি নিজের ছকে লিখো।

সমাধানঃ

জোড় সংখ্যার ক্ষেত্রেঃ

সংখ্যাকতটি সংখ্যা রয়েছে?
১ টি

বিজোড় সংখ্যার ক্ষেত্রেঃ

সংখ্যাকতটি সংখ্যা রয়েছে?
১টি

কাজঃ এখন, তুমি যে সংখ্যাটি নিলে, সেই সংখ্যাটিকে, সেই সংখ্যাটি দিয়ে ১ বার গুণ করো এবং তা নিচের ছকের ন্যায় পূরণ করো।

সমাধানঃ

ছক ১.৪

গুণাকারগুণফলগুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে?
৫×৫২৫২ টি

কাজঃ সেই সংখ্যাটি দিয়ে ২ বার গুণ করো এবং নিচের ছকে গুণাকারে লেখো। গুণফল কত পেলে?

সমাধানঃ

ছক ১.৫

গুণাকারগুণফলগুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে?
৫×৫×৫১২৫৩ টি

কাজঃ এমন করে ৩ বার, ৪ বার ও ৫ বার গুণ করো এবং নিচের ছকে লেখো।

সমাধানঃ

ছক ১.৬

গুণাকারগুণফলগুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে?
৫×৫×৫×৫৬২৫৪ টি
৫×৫×৫×৫×৫৩১২৫৫ টি
৫×৫×৫×৫×৫×৫১৫৬২৫৬টি

কাজঃ এবার সংখ্যাটিকে ১০ বার, ১১ বার এবং ১২ বার গুণ করে নিচের ছকে শুধু গুণাকারে লেখো।

সমাধানঃ

ছক ১.৭

গুণাকারগুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে?
৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫১১ টি
৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫১২ টি
৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫১৩ টি

কাজঃ নিচের ছকটি পূরণ কর।

ছক ১.৯

সমাধানঃ 

তোমার নেয়া সংখ্যাটি কত ছিল ৫ নাকি ৬?গুণাকারগুণফলগুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছেগুণফল লেখার নতুন উপায়
৫×৫২৫
৫×৫×৫১২৫
৫×৫×৫×৫৬২৫
৫×৫×৫×৫×৫৩১২৫
৫×৫×৫×৫×৫×৫১৫৬২৫

কাজঃ এবার চিন্তা করো। তুমি তোমার নেয়া সংখ্যাটিকে ১০ বার, ১১ বার এবং ১২ বার গুণ করে ছক পূরণ করেছিলে। কাজটি করতে কষ্ট হয়েছিল তাই না? তাহলে নিচের ছকটিতে নতুন যে নিয়ম শিখলে সেটি অনুযায়ী দেখো তো লিখতে পারো কীনা?

সমাধানঃ

ছক ১.১০

তোমার নেয়া সংখ্যাটি কত ছিল ৫ নাকি ৬?গুণাকারগুণফলগুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছেগুণফল লেখার নতুন উপায়
৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫৯৭৬৫৬২৫১০ টি১০
৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫৪৮৮২৮১২৫১১ টি১১
৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫×৫২৪৪১৪০৬২৫১২ টি১২

অর্থাৎ, এতক্ষন যা শিখলে তা হলো সূচকের খেলা যার একটি চিত্র নিচে দেওয়া হলোঃ

কাজঃ পৃষ্ঠা ৬

সূচকীয় আকার ভিত্তি ও ঘাত কত তা লিখ।

ছক ১.১৩

গুণ-আকারসূচকীয় আকারভিত্তিঘাত
৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭ × ৭১৪১৪
১৪ × ১৪ × ১৪ × ১৪ × ১৪১৪১৪
২ × ২ × ২ × ২ × ২ × ২ × ২ × ২ × ২ × ২১০১০
১১ × ১১ × ১১ × ১১ × ১১ × ১১ × ১১ × ১১১১১১
২১২১২১

কাজঃ চলো, আমরা আবার আমাদের সেই কাগজ ভাঁজের খেলার কথা ভাবি। তোমরা সেখান থেকে কি সূচকের কোন ধারণা করতে পারো? যদি পারো, তাহলে, ছক ১.১৩ পূরণ করো এবং পরবর্তীতে প্রতিবারে সমান ৩ ভাগ করে ভাঁজের জন্য ছক ১.১৩ এর ন্যায় নিজের খাতায় ছক অঙ্কন করে পূরণ করো।

সমাধানঃ

ছক ১.১৩

ভাঁজের প্রকৃতিভাঁজ সংখ্যাঘর সংখ্যাগুণাকারসূচকীয় আকার
প্রতিবার সমান ২ ভাগ করে ভাঁজ 
২×২
২×২×২
১৬২×২×২×২
৩২২×২×২×২×২

কাজঃ উপরে সেই রাজার অঙ্কের যে ছকটি ছিল সেটিকে তোমার খাতায় নিচের ছকের মত সম্পূর্ণ করো।

সমাধানঃ

দিনসূচকীয় আকারটাকার পরিমাণ
 
১৬
৩২
৬৪
১২৮
২৫৬
১০৫১২
১১১০১০২৪
১২১১২০৪৮
১৩১২৪০৯৬
১৪১৩৮১৯২
১৫১৪১৬৩৮৪
১৬১৫৩২৭৬৮
১৭১৬৬৫৫৩৬
১৮১৭১৩১০৭২
১৯১৮২৬২১৪৪
২০১৯৫২৪২৮৮
২১২০১০৪৮৫৭৬
২২২১২০৯৭১৫২
২৩২২৪১৯৪৩০৪
২৪২৩৮৩৮৮৬০৮
২৫২৪১৬৭৭৭২১৬
২৬২৫৩৩৫৫৪৪৩২
২৭২৬৬৭১০৮৮৬৪
২৮২৭১৩৪২১৭৭২৮
২৯২৮২৬৮৪৩৫৪৫৬
৩০২৯৫৩৬৮৭০৯১২

পরবর্তী পৃষ্ঠার সমাধান পেতে নিচের লিংকে ক্লিক করুন 👇

👉 ০ ও ১ এর সূচক এবং সূচকের কারিকুরি (৮ – ১৩ পৃষ্ঠা)  – সমাধান | ১ম অধ্যায় | গণিত | সপ্তম শ্রেণী