আজকের এই পোস্টে আমরা জানব ভোটার তথ্য হালনাগাদ ২০২৫ এর বিস্তারিত।
তহলে চলুন এই হালনাগাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জেনে নিই।
ভোটার হালনাগাদ ২০২৫
ভোটার হাওয়ার যোগ্যতা : যাদের জন্ম ২০০৮ সালের জানুয়ারি ১ তারিখের আগে অর্থাৎ ২০০৭ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত যাদের জন্ম।
এবং যারা এখনো ভোটার হয়নি তারা আবেদন করতে পারবেন।
ভোটার তথ্য হালনাগাদ ২০২৫ সময়সূচি
তথ্যসংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের তথ্যাদি সংগ্রহ (তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও কর্তনের জন্য নির্ধারিত ফরম পূরণসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করবেন)
বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ: ২০ জানুয়ারি ২০২৫ হতে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত
নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ): ০৫ ফেব্রুয়ারি ২০২৫ হতে ১১ এপ্রিল ২০২৫ পর্যন্ত
উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারের তথ্য BVRS (Bangladesh Voter Registration Software) সফটওয়ারের সাহায্যে ডাটাএন্ট্রি ও ডাটা আপলোড: ১২ ফেব্রুয়ারি ২০২৫ হতে ১৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত
নির্বাচন অফিসে যেতে হবে কিনা?
নির্বাচন অফিসে যাওয়ার প্রয়োজন নেই। তথ্যসংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবেন।
ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদির বিবরণ
১. পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
২. পিতা ও মাতা মৃত হয়ে থাকলে মৃত্যুসনদের সত্যায়িত ফটোকপি।
৩. পিতা/মাতা বিদেশে অবস্থান করার কারণে ভোটার না হয়ে থাকলে তার ভোটার না হওয়া সংক্রান্ত প্রয়োজনীয় মূল কপি, পাসপোর্টের ব্যবহারসহ সত্যায়িত ফটোকপি এবং পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদ।
৪. স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
৫. ভূমি মালিকানার দলিলের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
৬. পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক অনলাইনে প্রদত্ত (১৭ ডিজিট) এর সত্যায়িত ফটোকপি।
৭. পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক অনলাইনের Online Verification print out ফটোকপি (QR কোড যুক্ত)।
৮. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (PSC/JSC/SSC/HSC/Degree/Masters)।
৯. জীবনের পরিচয়পত্র/ডকুমেন্টসের ফটোকপি (দাখিল/পাসপোর্ট/জন্ম নিবন্ধন)।
১০. যাদের জমির কাগজপত্র নেই তারা পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রদত্ত সনদ (যেখানে উল্লেখ থাকবে আপনি নির্দিষ্ট এলাকার ভোটার)।
১১. প্রযোজ্য হলে পাসপোর্টের ব্যবহারসহ সকল সত্যায়িত ফটোকপি।
১২. ভাই, বোন, চাচা ও ফুফু কোন প্রমাণ থাকলে সেটার সত্যায়িত ফটোকপি।
১৩. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পরিচয় সনদপত্র।
১৪. নিয়মিত ভোটার হতে পারবে না এমন ব্যক্তি হলে তাদের ভোটার না হওয়ার সনদের সত্যায়িত ফটোকপি।
১৫. ভোটার না হওয়া প্রত্যেক বিষয় চেয়ারম্যান বা পৌরসভার মেয়রের সনদপত্র।
১৬. নিকটাত্মীয় বা চেয়ারম্যানের লিখিত সনদপত্রে ভোটার না হওয়ার বিষয়ে ঘোষণা।
১৭. ব্যাংক চেক বই বা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত ব্যালেন্সের ফটোকপি।
১৮. বিদ্যুৎ বিলের ফটোকপি।
১৯. ব্যাংক স্টেটমেন্ট বা চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত আয় ব্যয়ের হিসাব।
২০. যে কোন প্রমাণ নথির মূল কপি সাথে রাখা প্রয়োজন।
২১. টিন সার্টিফিকেট/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট থাকলে।
২২. রোহিঙ্গা হতে প্রাপ্ত ভোটার হলে মেয়র/চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
ভোটার হালনাগাদ ২০২৫ এর বিশেষ নির্দেশাবলী
নিখুঁত ফরম-২ এবং সন্নিবেশ ফর্ম পূরণে সতর্কতা অবলম্বন করতে হবে।
এলাকার চেয়ারম্যান/দলীয় স্বাক্ষর ব্যতীত অন্য কাউকে তথ্য প্রদান করতে বলা হবে না।
যথাযথ প্রমাণপত্র ব্যতিরেকে কোনো তথ্য পরিবর্তন অনুমোদনযোগ্য নয়।
নির্বাচন সংক্রান্ত বিষয়টি প্রযোজ্য এলাকার নির্বাচনী কর্মকর্তার মাধ্যমে যাচাই করতে হবে।
উপজেলা নির্বাচন অফিসার
ও রেজিস্ট্রেশন অফিসার