এই পোস্টে আমরা জানবো ষষ্ঠ শ্রেনীর বাংলা বিষয় এর ২য় প্রমিত ভাষা শিখি অধ্যায়, সম্পর্কে।
আরো সহজে শিখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে থাকা এই বিষয়ক ভিডিও থেকে।
প্রমিত ভাষাঃ আঞ্চলিক রূপের জন্য এক অঞ্চলের মানুষের কথা আর এক অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয়। এ কারণে, সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে প্রমিত ভাষা বলে।
আঞ্চলিক ভাষাঃ ভিন্ন ভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন যে ভাষা থাকে, তাকে আঞ্চলিক ভাষা বলে।
নিচের ছক অনুযায়ী এমন কিছু শব্দের তালিকা করো। ধরা যাক, ‘টাকা’ শব্দটি তোমরা ‘টাহা’ বলেছ। সেক্ষেত্রে নিচের ছকের বাম কলামে ‘টাহা’ এবং ডান কলামে ‘টাকা’ লিখতে হবে।
👉 প্রমিত ভাষায় কথা বলি | বাংলা – ২য় অধ্যায় | সপ্তম শ্রেণী
বাম কলাম | ডান কলাম |
টাহা | টাকা |
পোলা | ছেলে |
মাইয়া | মেয়ে |
খাওন | খাবার |
হয়ছে | হয়েছে |
করছি | করেছি |
বলছি | বলেছি |
জানছি | জেনেছি |
খাইছি | খেয়েছি |
কেমনে | কিভাবে |
👉 প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি | বাংলা – ১ম অধ্যায় | সপ্তম শ্রেনী
আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষা
আঞ্চলিক উচ্চারণ/শব্দ | প্রমিত ভাষা |
পুরি | মেয়ে |
গইয়া | পেয়েরা |
কাপাট | দরজা |
ছাওয়া | সন্তান |
কৈত্তর | কবুতর |
বাইগন | বেগুন |
মুশরী | মশারী |
দালান | দালান |
শোশা | শশা |
গুয়া | সুপারি |
কইনা | কনে |
👉 মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি | বাংলা – ১ম অধ্যায় | ষষ্ঠ শ্রেণী
উচ্চারণের কিছু নিয়ম:
১। ব্যঞ্জনবর্ণের উচ্চারণ অর্ধ হলে বর্ণের নিচে হসন্ত ( ্ ) হবে।
যেমন:
ক = ক + অ
= ক্
শব্দ প্রমিত উচ্চারণ
জাম জাম্
২। শব্দ যদি ( ী) কারে থাকে প্রমিত উচ্চারণে (ি) হবে।
যেমন:
শব্দ প্রমিত উচ্চারণ
সুখী সুখি
৩। শব্দের শুরুতে “অ” + ই/ঈ/উ/ঊ হলে “অ” এর উচ্চারণ “ও” কার হবে।
শব্দ প্রমিত উচ্চারণ
কবিরাজ কোবিরাজ
৪। শব্দের শেষে “অ” কার “ও” কার উচ্চারিত হবে।
যেমন:
শব্দ প্রমিত উচ্চারণ
আত্মীয় আত্ তিয়
৫। কোমল উচ্চারনের ক্ষেত্রে “স”, গম্ভীর উচ্চারণের ক্ষেত্রে “শ” হবে।
যেমন:
শব্দ প্রমিত উচ্চারণ
অসুখী অশুখি
2 Comments
Its a nice web for students like me 😅
Thank you, please stay with us. You can share the website to help others as well.