এই পোস্টে আমরা জানব ৭ম শ্রেনীর, বিষয় গণিত এর তৃতীয় অধ্যায় ভগ্নাংশের গসাগু ও লসাগু ( ৬৩ – ৬৯ পৃষ্ঠা), সম্পর্কে।
গ্রিডের সাহায্যে ভগ্নাংশের কোনটি বড় নির্ণয়
কাজঃ
১) গ্রিডের সাহায্যে ২/৫ ও ৪/৭ এর মাঝে কোনটি বড় সেটি নির্ণয় করো।
২) গ্রিডের সাহায্যে নির্ণয় করো ১/২৪ ও ১/৪৮ এর মাঝে কোনটি বড়।
সমাধানঃ
১) ২/৫ ও ৪/৭ এর হর ৫ ও ৭ এর লসাগু ৩৫.
এখন, ৩৫÷৫=৭
অতএব, ২/৫ = ২×৭/৫×৭ = ১৪/৩৫
আবার,
৩৫÷৭=৫
অতএব, ৪/৭ = ৪×৫/৭×৫ = ২০/৩৫
এখন, ১৪/৩৫ ও ২০/৩৫ এর গ্রিড চিত্র দেখি,
গ্রিড হতে পাই,
২০ > ১৪
বা, ২০/৩৫ > ১৪/৩৫
বা, ৪/৭ > ২/৫
অর্থাৎ, ২/৫ ও ৪/৭ এর মাঝে ৪/৭ বড়।
২) ১/২৪ ও ১/৪৮ এর হর ২৪ ও ৪৮ এর লসাগু ৪৮.
এখন, ৪৮÷২৪=২
অতএব, ১/২৪ = ১×২/২৪×২ = ২/৪৮
এখন, ২/৪৮ ও ১/৪৮ এর গ্রিড চিত্র দেখি,
গ্রিড হতে পাই,
২ > ১
বা, ২/৪৮ > ১/৪৮
বা, ১/২৪ > ১/৪৮
অর্থাৎ, ১/২৪ ও ১/৪৮ এর মাঝে ১/২৪ বড়।
কাজঃ ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করো।
১) ১/২ ও ১/৩
২) ১/৩ ও ১/৪
৩) ১/৩ ও ১/১০
সমাধানঃ
১)
১/২ এর গুণনীয়কগুলোঃ ১/২, ১/৪, ১/৬, ১/৮ ……….
১/৩ এর গুণনীয়কগুলোঃ ১/৩, ১/৬, ১/৯, ১/১২ ……….
এখন, ১/২ ও ১/৩ এর গুণনীয়কের তালিকা হতে গরীষ্ঠ সাধারণ গুণনীয়ক পাইঃ ১/৬
অতএব, নির্ণেয় গসাগুঃ ১/৬
২)
১/৩ এর গুণনীয়কগুলোঃ ১/৩, ১/৬, ১/৯, ১/১২, ১/১৫ ……….
১/৪ এর গুণনীয়কগুলোঃ ১/৪, ১/৮, ১/১২, ১/১৬ ……….
এখন, ১/৩ ও ১/৪ এর গুণনীয়কের তালিকা হতে গরীষ্ঠ সাধারণ গুণনীয়ক পাইঃ ১/১২
অতএব, নির্ণেয় গসাগুঃ ১/১২
৩)
১/৩ এর গুণনীয়কগুলোঃ
১/৩, ১/৬, ১/৯, ১/১২, ১/১৫, ১/১৮, ১/২১, ১/২৪, ১/২৭, ১/৩০, ১/৩৩, ……….
১/১০ এর গুণনীয়কগুলোঃ
১/১০, ১/২০, ১/৩০, ১/৪০ ……….
এখন, ১/৩ ও ১/১০ এর গুণনীয়কের তালিকা হতে গরীষ্ঠ সাধারণ গুণনীয়ক পাইঃ ১/৩০
অতএব, নির্ণেয় গসাগুঃ ১/৩০
কাজ: ছক ২.৩ এর ন্যায় ৩/১১ এর গুণনীয়কগুলো নির্ণয় ও যাচাই করো।
সমাধানঃ
ভগ্নাংশ | পূর্ণসংখ্যা | গুণনীয়ক নির্ণয়ের ভাগ প্রক্রিয়া | লঘিষ্ঠ আকারে গুণনীয়ক |
৩১১ | ১ | (৩/১১÷১) = ৩/১১ | ৩১১ |
২ | (৩/১১÷২) = ৩/২২ | ৩২২ | |
৩ | (৩/১১÷৩) = ৩/৩৩ | ১১১ | |
৪ | (৩/১১÷৪) = ৩/৪৪ | ৩৪৪ | |
৫ | (৩/১১÷৫) = ৩/৫৫ | ৩৫৫ | |
৬ | (৩/১১÷৬) = ৩/৬৬ | ১২২ | |
৭ | (৩/১১÷৭) = ৩/৭৭ | ৩৭৭ | |
৮ | (৩/১১÷৮) = ৩/৮৮ | ৩৮৮ | |
৯ | (৩/১১÷৯) = ৩/৯৯ | ১৩৩ | |
১০ | (৩/১১÷১০) = ৩/১১০ | ৩১১০ |
সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়
কাজ: সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে পূর্বে প্রদত্ত সকল ভগ্নাংশের জোড়ার গসাগু নির্ণয় করো। এরপর গসাগুর সাহায্যে ১০ টি করে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো।
সমাধানঃ
পূর্বে প্রদত্ত ভগ্নাংশের জোড়াগুলো হলোঃ
১) ১/৬; ১/৮
২) ১/২, ১/৩
৩) ১/৩, ১/৪
৪) ১/৩, ১/১০
৫) ১/৪, ৩/১১
সমাধানঃ
১) ১/৬; ১/৮
ভগ্নাংশ দুইটির হর ৬ ও ৮ এর লসাগু = ২৪
এখন, ২৪÷৬ = ৪
অতএব, ১/৬ = ১×৪/৬×৪ = ৪/২৪
এবং,
২৪÷৮ = ৩
অতএব, ১/৮ = ১×৩/৮×৩ = ৩/২৪
তাহলে, ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট রুপঃ ৪/২৪, ৩/২৪
এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব ৪ ও ৩ এর গসাগু = ১.
তাহলে, ভগ্নাংশ দুইটির গসাগু = ১/২৪
এবং এদের ১০ টি সাধারন গুণনীয়কঃ
১/২৪, ১/৪৮, ১/৭২, ১/৯৬, ১/১২০, ১/১৪৪, ১/১৬৮, ১/১৯২, ১/২১৬, ১/২৪০
২) ১/২, ১/৩
ভগ্নাংশ দুইটির হর ২ ও ৩ এর লসাগু = ৬
এখন, ৬÷২ = ৩
অতএব, ১/২ = ১×৩/২×৩ = ৩/৬
এবং,
৬÷৩ = ২
অতএব, ১/৩ = ১×২/৩×২ = ২/৬
তাহলে, ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট রুপঃ ৩/৬, ২/৬
এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব ৩ ও ৪ এর গসাগু = ১.
তাহলে, ভগ্নাংশ দুইটির গসাগু = ১/৬
এবং এদের ১০ টি সাধারন গুণনীয়কঃ
১/৬, ১/১২, ১/১৮, ১/২৪, ১/৩০, ১/৩৬, ১/৪২, ১/৪৮, ১/৫৪, ১/৬০
৩) ১/৩, ১/৪
ভগ্নাংশ দুইটির হর ৩ ও ৪ এর লসাগু = ১২
এখন, ১২÷৩ = ৪
অতএব, ১/৩ = ১×৪/৩×৪ = ৪/১২
এবং,
১২÷৪ = ৩
অতএব, ১/৪ = ১×৩/৪×৩ = ৩/১২
তাহলে, ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট রুপঃ ৪/১২, ৩/১২
এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব ৪ ও ৩ এর গসাগু = ১.
তাহলে, ভগ্নাংশ দুইটির গসাগু = ১/১২
এবং এদের ১০ টি সাধারন গুণনীয়কঃ
১/১২, ১/২৪, ১/৩৬, ১/৪৮, ১/৬০, ১/৭২, ১/৮৪, ১/৯৬, ১/১০৮, ১/১২০
৪) ১/৩, ১/১০
ভগ্নাংশ দুইটির হর ৩ ও ১০ এর লসাগু = ৩০
এখন, ৩০÷৩ = ১০
অতএব, ১/৩ = ১×১০/৩×১০ = ১০/৩০
এবং,
৩০÷১০ = ৩
অতএব, ১/১০ = ১×৩/১০×৩ = ৩/৩০
তাহলে, ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট রুপঃ ১০/৩০, ৩/৩০
এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব ১০ ও ৩০ এর গসাগু = ১.
তাহলে, ভগ্নাংশ দুইটির গসাগু = ১/৩০
এবং এদের ১০ টি সাধারন গুণনীয়কঃ
১/৩০, ১/৬০, ১/৯০, ১/১২০, ১/১৫০, ১/১৮০, ১/২১০, ১/২৪০, ১/২৭০, ১/৩০০
৫) ১/৪, ৩/১১
ভগ্নাংশ দুইটির হর ৪ ও ১১ এর লসাগু = ৪৪
এখন, ৪৪÷৪ = ১১
অতএব, ১/৪ = ১×১১/৪×১১ = ১১/৪৪
এবং,
৪৪÷১১ = ৪
অতএব, ৩/১১ = ৩×৪/১১×৪ = ১২/৪৪
তাহলে, ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট রুপঃ ১১/৪৪, ১২/৪৪
এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটির লব ১১ ও ১২ এর গসাগু = ১.
তাহলে, ভগ্নাংশ দুইটির গসাগু = ১/৪৪
এবং এদের ১০ টি সাধারন গুণনীয়কঃ
১/৪৪, ১/৮৮, ১/১৩২, ১/১৭৬, ১/২২০, ১/২৬৪, ১/৩০৮, ১/৩৫২, ১/৩৯৬, ১/৪৪০
গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়
কাজ: গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে ভগ্নাংশ দুটির সাধারণ গুণনীয়ক ও গসাগু নির্ণয় করো। উভয় ভগ্নাংশের জন্যেই ন্যুনতম কতটি গুণনীয়ক নির্ণয় করা হলে গসাগু পাওয়া যায়?
সমাধানঃ
এই কাজের জন্য প্রদত্ত ভগ্নাংশ দুটি হলোঃ ৩/৫ ও ৬/১৩
৩/৫ এর গুণনীয়গুলোঃ
৩/৫, ৩/১০, ১/৫, ৩/২০, ৩/২৫, ১/১০, ৩/৩৫, ৩/৪০, ১/১৫, ৩/৫০, ৩/৫৫, ১/২০, ৩/৬৫,…
৬/১৩ এর গুণনীয়গুলোঃ
৬/১৩, ৬/২৬, ৬/৩৯, ৬/৫২, ৬/৬৫, ১/১৩, ৬/৯১, ৬/১০৪, ৬/১১৭, ৩/৬৫,…..
অর্থাৎ, ৩/৫ ও ৬/১৩ এর গুণনীয়কের তালিকা হতে গরীষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু পাই ৩/৬৫
তাহলে এদের সাধারন গুননীয়কগুলো হলোঃ ৩/৬৫, ৩/১৩০, ৩/১৯৫, ৩/২৬০,……
এখন,
আমাদের নির্ণেয় গসাগুটি ৩/৫ এর ১৩তম গুণনীয়ক ও ৬/১৩ এর ১০তম গুণনীয়ক। অতএব, উভয় ভগ্নাংশের জন্যেই ন্যুন্যতম ১৩টি গুণনীয়ক নির্ণয় করা হলে গসাগু পাওয়া যাবে।
কাজ: গসাগু নির্ণয়ের যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে ৩০ ও ৩৯ এর গসাগু নির্ণয় করো।
সমাধানঃ
ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
৩০)৩৯(১
৩০
—————
৯)৩০(৩
২৭
——————–
৩)৯(৩
৯
——————
০
অতএব, নির্ণেয় গসাগুঃ ৩
কাজ:
১) গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো।
i) ১/৫ ও ৩/১০
সমাধানঃ
গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
১/৫ এর গুণনীয়কগুলোঃ ১/৫, ১/১০, ……
৩/১০ এর গুণনীয়কগুলোঃ ৩/১০, ৩/২০, ১/১০,…..
অতএব, নির্ণেয় গসাগুঃ ১/১০
আবার,
সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
প্রকৃত ভগ্নাংশ = ১/৫ ও ৩/১০
এদের হর ৫ ও ১০ এর লসাগু ১০
১০÷৫ = ২
১০÷১০=১
তাহলে,
১/৫ = ১×২/৫×২ = ২/১০
৩/১০ = ৩×১/১০×১ = ৩/১০
অতএব, ১/৫ ও ৩/১০ এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ ২/১০ ও ৩/১০
এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ২ ও ৩ এর গসাগু ১.
তাহলে, ভগ্নাংশদ্বয়ের গসাগু = ১/১০ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]
ii) ১/৬ ও ৫/৮
সমাধানঃ
গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
১/৬ এর গুণনীয়কগুলোঃ ১/৬, ১/১২, ১/১৮, ১/২৪,……
৫/৮ এর গুণনীয়কগুলোঃ
৫/৮, ৫/১৬, ৫/২৪, ৫/৩২, ৫/৪০, ৫/৪৮, ৫/৫৬, ৫/৬৪, ৫/৭২, ৫/৮০, ৫/৮৮, ৫/৯৬, ৫/১০৪, ৫/১১২, ১/২৪,…..
অতএব, নির্ণেয় গসাগুঃ ১/২৪
আবার,
সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
প্রকৃত ভগ্নাংশ = ১/৬ ও ৫/৮
এদের হর ৬ ও ৮ এর লসাগু ২৪
২৪÷৬ = ৪
২৪÷৮=৩
তাহলে,
১/৬ = ১×৪/৬×৪ = ৪/২৪
৫/৮ = ৫×৩/৮×৩ = ১৫/২৪
অতএব, ১/৬ ও ৫/৮ এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ ৪/২৪ ও ১৫/২৪
এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ৪ ও ১৫ এর গসাগু ১.
তাহলে, ভগ্নাংশদ্বয়ের গসাগু = ১/২৪ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]
iii) ২/৭ ও ৬/৮
সমাধানঃ
গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
২/৭ এর গুণনীয়কগুলোঃ
২/৭, ২/১৪, ২/২১, ২/২৮, ২/৩৫, ২/৪২, ২/৪৯, ২/৫৬, ……
৬/৮ এর গুণনীয়কগুলোঃ
৬/৮, ৬/১৬, ৬/২৪, ৬/৩২, ৬/৪০, ৬/৪৮, ৬/৫৬, ৬/৬৪, ৬/৭২, ৬/৮০, ৬/৮৮, ৬/৯৬,
৬/১০৪, ৬/১১২, ৬/১২০, ৬/১২৮, ৬/১৩৬, ৬/১৪৪, ৬/১৫২, ৬/১৬০, ২/৫৬,……
অতএব, নির্ণেয় গসাগুঃ ২/৫৬
আবার,
সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
প্রকৃত ভগ্নাংশ = ২/৭ ও ৬/৮
এদের হর ৭ ও ৮ এর লসাগু ৫৬
৫৬÷৭ = ৮
৫৬÷৮=৭
তাহলে,
২/৭ = ২×৮/৭×৮ = ১৬/৫৬
৬/৮ = ৬×৭/৮×৭ = ৪২/৫৬
অতএব, ২/৭ ও ৬/৮ এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ ১৬/৫৬ ও ৪২/৫৬
এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ১৬ ও ৪২ এর গসাগু ২.
তাহলে, ভগ্নাংশদ্বয়ের গসাগু = ২/৫৬ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]
iv) ১/৭ ও ১/১১
সমাধানঃ
গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
১/৭ এর গুণনীয়কগুলোঃ
১/৭, ১/১৪, ১/২১, ১/২৮, ১/৩৫, ১/৪২, ১/৪৯, ১/৫৬, ১/৬৩, ১/১০, ১/৭৭, ……
১/১১ এর গুণনীয়কগুলোঃ ১/১১, ১/২২, ১/৩৩, ১/৪৪, ১/৫৫, ১/৬৬, ১/৭৭,…
অতএব, নির্ণেয় গসাগুঃ ১/৭৭
আবার,
সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
প্রকৃত ভগ্নাংশ = ১/৭ ও ১/১১
এদের হর ৭ ও ১১ এর লসাগু ৭৭
৭৭÷৭ = ১১
৭৭÷১১=৭
তাহলে,
১/৭ = ১×১১/৭×১১ = ১১/৭৭
১/১১ = ১×৭/১১×৭ = ৭/৭৭
অতএব, ১/৭ ও ১/১১ এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ ১১/৭৭ ও ৭/৭৭
এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ১১ ও ৭ এর গসাগু ১.
তাহলে, ভগ্নাংশদ্বয়ের গসাগু = ১/৭৭ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]
v) ১/২, ১/৩, ১/৪
সমাধানঃ
গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
১/২ এর গুণনীয়কগুলোঃ ১/২, ১/৪, ১/৬, ১/৮, ১/১০, ১/১২, ……
১/৩ এর গুণনীয়কগুলোঃ ১/৩, ১/৬, ১/৯, ১/১২, …..
১/৪ এর গুণনীয়কগুলোঃ ১/৪, ১/৮, ১/১২, …..
অতএব, নির্ণেয় গসাগুঃ ১/১২
আবার,
সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
প্রকৃত ভগ্নাংশ = ১/২, ১/৩, ১/৪
এদের হর ২, ৩ ও ৪ এর লসাগু ১২
১২÷২ = ৬
১২÷৩=৪
১২÷৪=৩
তাহলে,
১/২ = ১×৬/২×৬ = ৬/১২
১/৩ = ১×৪/৩×৪ = ৪/১২
১/৪ = ১×৩/৪×৩ = ৩/১২
অতএব, ১/২, ১/৩, ১/৪ এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ ৬/১২, ৪/১২, ৩/১২
এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ৬, ৪ ও ৩ এর গসাগু ১.
তাহলে, ভগ্নাংশদ্বয়ের গসাগু = ১/১২ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]
vi) ১/৫, ৩/১০ ও ৭/১৫
সমাধানঃ
গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
১/৫ এর গুণনীয়কগুলোঃ ১/৫, ১/১০, ১/১৫, ১/২০, ১/২৫, ১/৩০, …..
৩/১০ এর গুণনীয়কগুলোঃ
৩/১০, ৩/২০, ১/১০, ৩/৪০, ৩/৫০, ১/২০, ৩/৭০, ৩/৮০, ১/৩০, …..
৭/১৫ এর গুণনীয়কগুলোঃ
৭/১৫, ৭/৩০, ৭/৪৫, ৭/৬০, ৭/৭৫, ৭/৯০, ৭/১০৫, ৭/১২০, ৭/১৩৫, ৭/১৫০, ৭/১৬৫, ৭/১৮০, ৭/১৯৫, ১/৩০, …..
অতএব, নির্ণেয় গসাগুঃ ১/৩০
আবার,
সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়ঃ
প্রকৃত ভগ্নাংশ = ১/৫, ৩/১০ ও ৭/১৫
এদের হর ৫, ১০ ও ১৫ এর লসাগু ৩০
৩০÷৫ = ৬
৩০÷১০=৩
৩০÷১৫=২
তাহলে,
১/৫ = ১×৬/৫×৬ = ৬/৩০
৩/১০ = ৩×৩/১০×৩ = ৯/৩০
৭/১৫ = ৭×২/১৫×২ = ১৪/৩০
অতএব, ১/৫, ১/১০, ১/১৫ এর সমহরবিশিষ্ট ভগ্নাংশ রুপঃ ৬/৩০, ৯/৩০, ১৪/৩০
এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশদ্বয়ের লব ৬, ৯ ও ১৪ এর গসাগু ১.
তাহলে, ভগ্নাংশদ্বয়ের গসাগু = ১/৩০ [সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু/সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর]
২) ১ নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যুনতম কতটি করে গুণনীয়ক বের করতে হয়েছিল তা লেখো।
সমাধানঃ
i) ১/৫ ও ৩/১০ এর জন্য যথাক্রমে ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ২ ও ৩ বার।
ii) ১/৬ ও ৫/৮ এর জন্য যথাক্রমে ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ৪ ও ১৫ বার।
iii) ২/৭ ও ৬/৮ এর জন্য যথাক্রমে ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ৮ ও ২১ বার।
iv) ১/৭ ও ১/১১ এর জন্য যথাক্রমে ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ১১ ও ৭ বার।
v) ১/২ ও ১/৩ ও ১/৪ এর জন্য যথাক্রমে ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ৬, ৪ ও ৩ বার।
vi) ১/৫,৩/১০ ও ৭/১৫ এর জন্য যথাক্রমে ন্যুনতম গুণনীয়ক নির্ণয় করতে হয়েছিল ৬, ৯ ও ১৪ বার।
৩) সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের পর লবের উপাদানগুলোর তুলনা করে কি তুমি ২ নং কাজের সাথে কোন সম্পর্ক নির্ণয় করতে পারো।
সমাধানঃ
সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের পর লবের উপাদানগুলোর তুলনা করে আমি ২ নং কাজের সাথে একটি সম্পর্ক নির্ণয় করতে পেরেছি। আমার নির্ণয় করা সম্পর্কটি হলোঃ
গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করার ক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের জন্য নির্ণেয় গুণনীয়ক এর সংখ্যা = (প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রুপান্তরের পর প্রাপ্ত প্রতিটি লবের মান ÷ প্রাপ্ত লবগুলোর গসাগু)।
পরবর্তী পৃষ্ঠার সমাধান পেতে নিচের লিংকে ক্লিক করুন 👇