প্রমিত ভাষা শিখি – সমাধান | বাংলা – দ্বিতীয় অধ্যায় | ষষ্ঠ শ্রেণী

প্রমিত ভাষা শিখি | বাংলা - দ্বিতীয় অধ্যায় | ষষ্ঠ শ্রেণী

এই পোস্টে আমরা জানবো ষষ্ঠ শ্রেনীর বাংলা বিষয় এর ২য় প্রমিত ভাষা শিখি অধ্যায়, সম্পর্কে।

আরো সহজে শিখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে থাকা এই বিষয়ক ভিডিও থেকে।

প্রমিত ভাষাঃ আঞ্চলিক রূপের জন্য এক অঞ্চলের মানুষের কথা আর এক অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয়। এ কারণে, সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে প্রমিত ভাষা বলে।

আঞ্চলিক ভাষাঃ ভিন্ন ভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন যে ভাষা থাকে, তাকে আঞ্চলিক ভাষা বলে।

নিচের ছক অনুযায়ী এমন কিছু শব্দের তালিকা করো। ধরা যাক, ‘টাকা’ শব্দটি তোমরা ‘টাহা’ বলেছ। সেক্ষেত্রে নিচের ছকের বাম কলামে ‘টাহা’ এবং ডান কলামে ‘টাকা’ লিখতে হবে।

👉 প্রমিত ভাষায় কথা বলি | বাংলা – ২য় অধ্যায় | সপ্তম শ্রেণী

বাম কলামডান কলাম
টাহাটাকা
পোলাছেলে
মাইয়ামেয়ে
খাওনখাবার
হয়ছেহয়েছে
করছিকরেছি
বলছিবলেছি
জানছিজেনেছি
খাইছিখেয়েছি
কেমনেকিভাবে

👉 প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি | বাংলা – ১ম অধ্যায় | সপ্তম শ্রেনী

আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষা

আঞ্চলিক উচ্চারণ/শব্দপ্রমিত ভাষা
পুরিমেয়ে
গইয়াপেয়েরা
কাপাটদরজা
ছাওয়াসন্তান
কৈত্তরকবুতর
বাইগনবেগুন
মুশরীমশারী
দালানদালান
শোশাশশা
গুয়াসুপারি
কইনাকনে

👉 মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি | বাংলা – ১ম অধ্যায় | ষষ্ঠ শ্রেণী

উচ্চারণের কিছু নিয়ম:

১। ব্যঞ্জনবর্ণের উচ্চারণ অর্ধ হলে বর্ণের নিচে হসন্ত ( ্ ) হবে।

যেমন:

ক = ক + অ

    = ক্

শব্দ       প্রমিত উচ্চারণ

জাম            জাম্

২। শব্দ যদি ( ী) কারে থাকে প্রমিত উচ্চারণে (ি) হবে।

যেমন:

শব্দ         প্রমিত উচ্চারণ

সুখী              সুখি

৩। শব্দের শুরুতে “অ” + ই/ঈ/উ/ঊ হলে “অ” এর উচ্চারণ “ও” কার হবে।

শব্দ             প্রমিত উচ্চারণ

কবিরাজ          কোবিরাজ

৪। শব্দের শেষে “অ” কার “ও” কার উচ্চারিত হবে।

যেমন:

শব্দ             প্রমিত উচ্চারণ

আত্মীয়           আত্ তিয়

৫। কোমল উচ্চারনের ক্ষেত্রে “স”, গম্ভীর উচ্চারণের ক্ষেত্রে “শ” হবে।

যেমন:

শব্দ             প্রমিত উচ্চারণ

অসুখী               অশুখি

2 thoughts on “প্রমিত ভাষা শিখি – সমাধান | বাংলা – দ্বিতীয় অধ্যায় | ষষ্ঠ শ্রেণী”

Leave a Comment