এই পোস্টে আমরা জানব ষষ্ঠ শ্রেনীর, বিষয় বিজ্ঞান (অনুশীলন বই) এর ৫ম অধ্যায়, চলো নৌকা বানাই সম্পর্কে।
প্রথম সেশনঃ
ছক : ১
নৌকার নাম | চড়েছি বা দেখেছি | দেখিনি তবে নাম শুনেছি | আজকে নতুন জানলাম | নৌকাটি কোন কাজে ব্যবহৃত হয় ও কেন? |
কলার ভেলা | চড়েছি | যাতায়াতের জন্য। বন্যার সময় মানুষ নিকবর্তী দূরত্বে নদী-নালা, খাল-বিল, হাওড় কিংবা হাটবাজারে চলাচলের জন্য। ব্যবহার করা হয়। | ||
কোষা নৌকা | দেখিনি তবে নাম শুনেছি | কোষা নৌকা মূলত পারিবারিক নৌকা হিসেবে ব্যবহৃত হয়। হাটবাজার,স্বল্প দূরত্বের চলাচলে কাজে লাগে। | ||
বাইচের নৌকা | চড়েছি | প্রতিযোগিতামূলক নৌকা খেলার জন্য ব্যবহৃত হয়। গ্রাম বাংলায় এটি খুব জনপ্রিয়। | ||
বজরা নৌকা | দেখিনি তবে নাম শুনেছি | নৌকা ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। আগের দিনে ধনী লোকেরা শখ করে নৌকা ভ্রমনে যেতেন। তাদের কাছে বেশ জনপ্রিয় ছিল বজরা নৌকা। বজরাতে তারা একরকম | ঘরবাড়ি বানিয়ে নিতেন । ফলে এতে খাবার দাবার সহ সব ধরনের সুযোগ সুবিধা থাকতো। | ||
সাম্পান | চড়েছি | মাল পরিবহনের ব্যবহৃত হয়। সমুদ্রের উত্তাল ঢেউয়ে এটি খুব সহজেই ভেসে বেড়াতে পারে। |
নৌকার উপকরণ-
১। কাঠ
২। কার্ড বোর্ড
৩। প্লাস্টিক
৪। আঠা
৫। পেরেক
৬। পাটকাঠি
৭ । রং
৮। কাগজ
👉 রোদ, জল, বৃষ্টি – সমাধান | বিজ্ঞান – অনুশীলন বই | ষষ্ঠ অধ্যায় | ষষ্ঠ শ্রেণী
দ্বিতীয় সেশনঃ
প্রশ্নঃ কোনটি ডুবে যাচ্ছে এবং কোনটি ভেসে থাকছে?
উত্তর: মার্বেল, পয়সা, পেরেক পানিতে ডুবে যাচ্ছে এবং শোলা, পাটকাঠি, প্লাস্টিকের বোতল, বরফ ইত্যাদি ভেসে থাকছে।
প্রশ্নঃ কোনটি ডুবে যেতে বেশি সময় লাগে এবং কোনটি কম সময় লাগে?
উত্তর: পয়সা বা কয়েন ডুবে যেতে বেশি সময় লাগে এবং মার্বেল বা পেরেক ডুবে যেতে কম সময় লাগে।
প্রশ্নঃ কোনটি ডুবতে ডুবতেও ভেসে আছে?
উত্তর: শোলা, পাটকাঠি, বরফ ।
প্রশ্নঃ যে বস্তুগুলো পানিতে দ্রুত ডুবে যাচ্ছে আর যেগুলো ভেসে থাকছে তাদের মধ্যে মূল পার্থক্যগুলো কী?
উত্তর: ভর, আয়তন এবং ঘনত্ব।
প্রশ্নঃ ঘনত্বের বিচারে খুব সহজ কোনো পার্থক্য চোখে পড়ছে কি?
উত্তর: মার্বেল, পয়সা, পেরেকের ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি হওয়ায় এগুলো পানিতে ডুবে যাচ্ছে। অন্যদিকে শোলা, পাটকাঠি, প্লাস্টিকের বোতল এবং বরফের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম হওয়ায় এগুলো পানিতে ভাসছে।
👉 আমাদের যারা প্রতিবেশী – সমাধান | বিজ্ঞান অনুশীলন – ৪র্থ অধ্যায় | ষষ্ঠ শ্রেণী
তৃতীয় ও চতুর্থ সেশনঃ
ছক : ২
ক্রম | বস্তুর নাম | কোন কোন তরলে ভাসে | কোন কোন তরলে ডুবে যায় | কেন ভাসে বা কেন ডোবে |
১ | কাঠ | পানি, তরল সাবান, মধু | তেল, ইথানল | পানি, তরল সাবান এবং মধুর | ঘনত্ব অপেক্ষা কাঠের ঘনত্ব কম তাই এটি ভাসে অন্যদিকে তেল, ইথানলের তরলে কাঠ ডুবে যাবে কারণ কাঠের ঘনত বেশি। |
২ | পেরেক | পানি, তরল সাবান, মধু, তেল ইত্যাদি | পানি, তরল সাবান, মধু, তেল এবং ইথানলের তরলে পেরেক ডুবে যাবে কারণ পেরেকের এবং ইথানলের তরলে পেরেক ঘনত্ব বেশি। | |
৩ | প্লাস্টিক | পানি, তরল সাবান, মধু, তেল, ইথানল | পানি, তরল সাবান, মধুর, তেল, ইথানল ঘনত্ব অপেক্ষা | প্লাস্টিক ঘনত্ব কম তাই এটি ভাসে | |
৪ | কার্ড বোর্ড | পানি, তরল | তেল, ইথানল | পানি, তরল সাবান এবং মধুর ঘনত্ব অপেক্ষা কার্ড বোর্ডের ঘনত্ব কম তাই এটি ভাসে অন্যদিকে তেল, ইথানলের তরলে কার্ড বোর্ড ডুবে যাবে কারণ কার্ড বোর্ড ঘনত্ব বেশি। |
৫ | রং | পানি, তরল সাবান, মধু, তেল, ইথানল | পানি, তরল সাবান, মধু, তেল এবং ইথানলের তরলে রং ডুবে যাবে কারণ রং এর ঘনত্ব বেশি। |
👉 হরেক রকম খেলনার মেলা – সমাধান | বিজ্ঞান – অনুশীলন বই | ৬ষ্ট অধ্যায় | সপ্তম শ্রেণী
সপ্তম ও অষ্টম সেশনঃ
ছক : ৩
দলের নাম | সদস্য | নৌকায় চাপানো ওজন | মন্তব্য |
নিউটন | ৬ | ৩৫০ গ্রাম | |
বোল্ট | ৬ | ১০০ গ্রাম | |
আলফা | ৬ | ১৫০ গ্রাম | |
ভিটা | ৬ | ৫০০ গ্রাম | |
গামা | ৬ | ৮০ গ্রাম |
ছক : ৪
দলের নাম | কী ধরনের কারিগরি কৌশল ব্যবহার করা হয়েছে? |
নিউটন | নৌকাটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। ওজন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করার জন্য নৌকাটিকে প্রশস্ত এবং প্লাস্টিকের বস্তু যোগ করে | নৌকাটিকে টেকসই করা হয়েছে কিন্তু সঠিক ডিজাইন না করায় ভিটা দল থেকে বেশি ওজন নিতে সক্ষম হয়নি। |
বোল্ট | নৌকাটিকে প্লাস্টিক দিয়ে তৈরি করায় বেশি ওজন নিতে পারেনি তাছাড়া প্রয়োজন মতো প্রশস্ত ও লম্বা করা হয়নি। |
আলফা | নৌকাটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু প্রয়োজন মতো প্রশস্ত ও লম্বা করা হয় নি। |
ভিটা | নৌকাটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। ওজন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করার জন্য নৌকাটিকে প্রশস্ত এবং প্লাস্টিকের বস্তু যোগ করে নৌকাটিকে টেকসই করা হয়েছে। সেই সাথে নৌকাটির সঠিক ডিজাইন করা হয়েছে যার কারণে সব দলের তৈরি নৌকা থেকে এই দলের নৌকাটি সবচেয়ে বেশি ওজন বহন করতে সক্ষম। |
গামা | নৌকাটিকে প্লাস্টিক দিয়ে তৈরি । প্রয়োজন মতো প্রশস্ত ও লম্বা করা হয়নি এবং এর গঠনগত সমস্যা ছিল যার কারণে বেশি ওজন নিতে পারেনি। |