চলো বন্ধু হই – সমাধান | স্বাস্থ্য সুরক্ষা – ৩য় অধ্যায় | ষষ্ঠ শ্রেণী 

চলো বন্ধু হই - সমাধান | স্বাস্থ্য সুরক্ষা - ৩য় অধ্যায় | ষষ্ঠ শ্রেণী 

এই পোস্টে আমরা জানব ষষ্ঠ  শ্রেনীর, বিষয় স্বাস্থ্য সুরক্ষা এর চর্তুথ অধ্যায়, চলো বন্ধু হই সম্পর্কে।

আমার বন্ধু কেন আমার প্রিয়?

আমরা আমাদের বন্ধুর গল্প শুনলাম। পড়া শুনে বুঝতে পারলাম, আমরা সবাই যার যার বন্ধুকে অনেক ভালোবাসি। সবার কাছেই নিজের বন্ধুটি অনেক প্রিয়। বন্ধুটি কেন আমার এতো প্রিয়া সে কী কী করে বলে আমার প্রিয়? এসো আমরা একটু ভারি। খুঁজে পেলে নিজের থকে লিখি।

কারণ এতে আমার কেমন লাগে
সে মনোযোগ দিয়ে আমার কথা শোনে।শান্তি পাই, নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয়
আমি কোনো ভালো কাজ করলে প্রশংসা করে ও উৎসাহ দেয়শান্তি পাই, নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয়
সে কোনো ভুল আচরণ করলে ক্ষমা চায়ক্ষমা করার পর নিজেকে উদার মনে হয়
সে আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেএই বিষয়টি আমার ভালো লাগে
আমি কষ্ট পাবো এমন কোন কাজ বা কথা বলে নাএই বিষয়টি আমার খুব ভালো লাগে ও ছবি কাজ করে
আমি কোন ভুল কাজ করলে তোষামোদ করে না।শান্তি পাই ও স্বস্তিতে থাকি।
ছোটদের দেহ ও বড়দের শ্রদ্ধা করেবিষয়টি আমার খুব ভালো লাগে
সবার সাথে মিলেমিশে কাজ করেবিষয়টি আমার খুব ভালো লাগে

আমার সহমর্মী আচরণ:

১। মনোযোগ দিয়ে বন্ধুদের কথা শুনি এবং তাদের অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করি।
২। কেউ কষ্ট বা লজ্জা পেতে পারে এমন কোনো কথা বলা ও কাজ করা থেকে বিরত থাকি।
৩। সবসময় ভালো কাজের প্রশংসা করা এবং উৎসাহ দেই।
৪। কোনো বন্ধুর সাহায্যে প্রয়োজন হলে তাকে সহযোগীতা করি।
৫। সবার মতামতকে গুরুত্ব দেই।

ছবির সাথে আমার কী কোনো মিল আছে? আমি কী এমন কোনো কাজ করি? ছবিগুলো দেখে এমন কোনো কাজের কথা মনে হচ্ছে, যা আমি এখন থেকে করতে চাই। আমার উত্তরগুলো দিয়ে নিচের ছকটি পুরণ করি।

আমি যে সহমর্মী আচরণগুলো করিআমি এখন থেকে যে সহমর্মী আচরণগুলো করতে চাই
১। মনোযোগ দিয়ে বন্ধুদের কথা শুনি এবং তাদের অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করি।
২। কেউ কষ্ট বা লজ্জা পেতে পারে এমন কোনো কথা বলা ও কাজ করা থেকে বিরত থাকি।
৩। সবসময় ভালো কাজের প্রশংসা করা এবং উৎসাহ দেই।
৪। কোনো বন্ধুর সাহায্যে প্রয়োজন হলে তাকেসহযোগীতা করি।
৫। সবার মতামতকে গুরুত্ব দেই।
১। সবার সাথে মিলেমিশে কাজ করে
২। ছোটদের স্নেহ ও বড়দের শ্রদ্ধা করে
৩। রাস্তাঘাটে বা কোথাও বন্ধুদের সাথে দেখা হলে
কুশল বিনিময় করতে চাই।
৪। কোনো ভুল আচরণ বা কাজের জন্য যদি কোনো
বন্ধু কষ্ট পাই তবে ক্ষমা চাইব।
৫। প্রতিবন্ধী বন্ধুকে যেকোনো কাজে অগ্রাধিকার দিতে চাই।

এবার দেখে নিই- আমরা কী কী করা পশু-পাখির জন্য। ওদের জন্য আমরা যে আচরণগুলো করি এবং যেগুলো করতে চাই সেজে অপর পৃষ্ঠার বন্ধে লিখি। তাহলে কামরা দেখতে পাব কোন কোন সহী আচরণের জন্য আমরা নিজেদেরকে তাদের বন্ধু দাবি করতে পারি।

👉 https://studyian.com/cholo-nijeke-abishkar-kori-class6/

আমার প্রকৃত বন্ধু:

গাছপালার সাথে যে সহমর্মি আচরণ করি:

১। গছে নিয়মিত পানি নিই।

২। আগাছা পরিষ্কার করি।

৩। কখানো গাছের পাতা ছিড়ি না।

৪। গাছের ডাল ভাংগিনা।

পশুপাখির সাথে যেই সহমর্মী আচরণগুলো করি:

১। পশুপাখিদের খাবার দেই।

২। পশুপাখিদের সেবাযত্ন করি।

৩। পশুপাখিদের কখনো আঘাত করি না।

৪। আহত পশুপাখির সেব করি।

গাছপালার সাথে যেই সহমর্মী আচরণগুলো করতে চাই:

১। গাছের ক্ষতি হয় এমন কোন কাজ করি না।

২। গাছপালার প্রতি কৃতজ্ঞ থাকব।

৩। গাছের যত্ন নেওয়ার চেষ্টা করব।

পাশুপাখির সাথে যেই সহমর্মী আচরণগুলো করতে চাই:

১। পশুপাখিকে বিরক্ত করব না।

২। পশুপাখির ক্ষতি হয় এমন কোন কাজ করবনা।

৩। পশুপাখির প্রতি কৃতজ্ঞ থাকব। 

আমি যে সহপাঠীর প্রিয় বন্ধু হতে চাই ফাঁকা ঘরটিতে তার ছবি আঁকি। ছবির পাশে সংক্ষেপে তার পরিচয় ও আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই তা লিখি। তবে তার আগে সে আমার প্রিয় বন্ধু হতে চায় কি না ফোনে নেই। সে রাজি না হলে এমন কাউকে বেছে নেই যে আমার বন্ধু হতে চায়।

বন্ধুর ছবি ও পরিচয় আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই
বন্ধুর ছবি: 


বন্ধুর পরিচয়:
নাম: সাকিব
পিতা : হমান
১। আমার কথা মনোযোগ দিয়ে শোনে। 
২। সে ভালো কাজের জন্য আমাকে প্রশংসা করে ও উৎসাহ নেই।
৩। আমার সুখ-মুখে আনন্দে-কষ্টে পাশে থাকে।
৪। আমার অনুভূতিকে সম্মান করে। 
৫। আমাকে বিভিন্ন কাজে সাহায্য করে।
৬। আমার কষ্ট লাগবে এমন কোনো কাজ করে না।

আমি কার প্রিয় বন্ধু হব সিদ্ধান্ত নিয়েছি। কেন তারই বন্ধু হব তাও বের করেছি। এবার আমার পরিকল্পনা করার পালা। কী কী কাজ করব বন্ধুত্বের জন্য প্রথমে তা নিচের প্রথম বক্সে লিখন। তারপর যখন বন্ধু হয়ে যাব তখন নম্বর বরো বন্ধুকে নিয়ে বন্ধুমেলায় কী করব তা পরিকল্পনা করব। সবশেষে বন্ধুত্ব আরও দৃঢ় করতে কী করতে চাই তা ৩ নম্বর বক্সে লিখব।

আমার প্রিয় বন্ধু বানানোর পরিকল্পনা

কী কী কাজ করব বন্ধুতের জন্য ?বন্ধু মেলায় কি করব?বন্ধুত্ব দৃঢ় করতে কি করব?
১। যে কোনো বিষয়ে সাধ্যমতো সহযোগিতা করব তাকে।
২। সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কোনো কাজ এড়িয়ে চলব।
৩। ক্লাসের যেসব বিষয় আমি তার চেয়ে ভালো জানি সেগুলো তাকে ক্লাস শেষে বা অন্য সময় বোঝাব। 
৪। তার সাথে টিফিন শেয়ার করবো।
৫। তার ক্ষতি হতে পারে এমন কোন কাজ করবো না।
১। বন্ধু মেলায় প্রিয় বন্ধুকে উপহার দিব।
২। বন্ধুকে সকলের সাথে পরিচয় করিয়ে দিব।
৩। প্রিয় বন্ধু নির্বাচনের পদ্ধতি, বন্ধুর প্রতি সহমর্মী আচরণ, কেন সে আমার প্রিয় বন্ধু এ সম্পর্কিত বিষয় অন্যদের সাথে শেয়ার করব।
১। বন্ধুত্ব দৃঢ় করতে আমার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিব।
২। বন্ধু মেলার উৎসবের দিন আমার প্রিয় বন্ধুকে সবার সাথে পরিচয় করিয়ে দিব।
৩। মাঝে মাঝে তাকে আমার বাসায় খাওয়ার আমন্ত্রণ জানাব।
৪। তার পছন্দ ও অপছন্দের বিষয়গুলো জেনে সে অনুযায়ী কাজ করব।

👉 আমার কৈশোরের যত্ন – সমাধান | স্বাস্থ্য সুরক্ষা – ২য় অধ্যায় | ষষ্ঠ শ্রেণী 

বন্ধু মেলা

আমার প্রিয় বন্ধু

হিমাল চৌধুরী 

প্রিয় বন্ধু হতে পেরে আমার অনুভূতি:

হিমেলের প্রিয় বন্ধু হতে পেরে আমি খুবই আনন্দিত

প্রিয় বন্ধুর উপহারপ্রিয় বন্ধুকে উপহার হিসেবে উপন্যাসের বই উপহার দিলামপ্রিয় বন্ধুকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠি:
প্রিয় বন্ধু হিমেল, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছে। আমার প্রিয় বন্ধু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই এবং তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আজকের বন্ধুদোয় তোমাকে সকলের কাছে পরিচয় করিয়ে দিতে পেরে আমি খুবই আনন্দিত। বন্ধুমেলোয় তোমাকে নিয়ে যেসব পরিকল্পনা করেছিলাম সেগুলো তোমার কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবে। আজ এখানেই রাখছি পরে এ বিষয়টি নিয়ে তোমার সাথে কথা হবে।
তোমার প্রিয় বন্ধুমুস্তাফিজুর রহমান 

১। বন্ধুত্ব দৃঢ় করতে আমার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিব। 

২। উৎসবের দিন আমার প্রিয় বন্ধুকে সবার সাথে পরিচয় করিয়ে দিব।

৩। মাঝে মাঝে তাকে আমার বাসায় শাওয়ার আর আনা 

৪। তার পছন্দ ও অপছন্দের বিষয়গুলো জেনে সে অনুযায়ী কাজ করব।