কাজের মাঝে আনন্দ – সমাধান | জীবন ও জীবিকা – প্রথম অধ্যায় | সপ্তম শ্রেণী 

কাজের মাঝে আনন্দ - সমাধান | জীবন ও জীবিকা - প্রথম অধ্যায় | সপ্তম শ্রেণী 

এই পোস্টে আমরা জানবো সপ্তম শ্রেনীর বিষয় জীবন ও জীবিকা এর ১ম অধ্যায়, কাজের মাঝে আনন্দ সম্পর্কে।

আমরা আমাদের বিগত ছয় মাসের কাজগুলো ফিরে দেখব এবং বাবা-মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে নিচের ছকটি পূরণ করব।

ছক : ১.১ ফিরে দেখা

ক্রমকাজের বিবৃতি১ম মাস২য় মাস৩য় মাস৪র্থ মাস৫ম মাসষষ্ঠ মাসমোট নম্বর
নিজের বিছানা গুছিয়েছি১৩
সময়মত পড়াশুনা করেছি১৭
নিজের খাবারের প্লেট, মগ, চামচ ধুয়েছি১৩
পড়ার টেবিল, বই, খাতা, কলম ইত্যাদি গুছিয়ে রেখেছি১৮
নিজের জামা-কাপড়, জুতা- মোজা ইত্যাদি গুছিয়ে রেখেছি১৫
খাবারের সময় রীতিনীতি মেনে চলেছি১৮
নিজের শারীরিক পরিচ্ছন্নতা বজায় রেখেছি১৮
রান্নার কাজে সহায়তা করেছি১৪
কাপড় ধোঁয়ার সহায়তা করেছি১৩
১০ঘর গোছানোর কাজে সাহায্য করেছি১৫
১১ছোট/বড় ভাইবোনদের কাজে সহায়তা করেছি১২
১২অন্যান্য সদস্যদের (অসুস্থ/বৃদ্ধা/শিশু) সেবাযত্ন করেছি১৮
১৩বাড়িতে অতিথি আসলে যত্ন করেছি১৮
সর্বমোট = ২০২

অভিভাবকের মতামত: বিগত ছয় মাসে তার কাজগুলো ভালো হয়েছে ।

শিক্ষকের মন্তব্য: মোটামোটি ভালো হয়েছে কিন্তু অনেক বিষয়ে আরো বেশি দায়ত্ববান ও পরিবারকে সাহায্যকরার মানসিককতা | পোষণ করতে হবে।

ছক ১.২। সাপ্তাহিক পারিবারিক ব্যায়

তারিখব্যয়ের খাতব্যয়মন্তব্য
০১/০২/২০২৩বাসস্থান২০০০ব্যয় ঠিক আছে
০২/০২/২০২৩বিল পরিশোধ১০০০ব্যয় ঠিক আছে
০৩/০২/২০২৩পোশাক ৩০০০ব্যয় ঠিক আছে
০৪/০২/২০২৩খাদ্য ৩৫০০ব্যয় ঠিক আছে
০৫/০২/২০২৩পরিবহন ৫০০মোটামোটি ঠিক আছে
০৬/০২/২০২৩চিকিৎসা ১০০০মোটামোটি ঠিক আছে
০৭/০২/২০২৩বিনোদন ও খেলাধুলা২০০০ব্যয় কমাতে হবে

অভিভাবকের মতামত: আগামী এক সপ্তাহে মোটামোটি এই ব্যয়গুলো হবে ।
শিক্ষকের মন্তব্য: ব্যয়ের পরিমাণ আরো কমাতে হবে। অনেক খাতেই ব্যয়ের পরিমাণ একটু বেশি।

👉 পেশার রূপ বদল – সমাধান | জীবন ও জীবিকা – ২য় অধ্যায় | সপ্তম শ্রেণী

ছক ১.৩ রামিয়ার পারিবারিক বাজেট পরিকল্পনা

আয়ের উৎসআয়ের পরিমাণ (টাকা)ব্যয়ের খাত (টাকা)ব্যয় বরাদ্দ (টাকা)মন্তব্য
শিল্পীর টেইলারিং হতে আয়২০,০০০বাসস্থান২০০০আয় অনুযায়ী ব্যয় ঠিক আছে
স্বামীর টেইলারিং হতে আয়২০,০০০খাদ্য ৩৫০০আয় অনুযায়ী ব্যয় ঠিক আছে
মাছ বিক্রয়৫০০০বিল পরিশোধ ১৫০০আয় অনুযায়ী ব্যয় ঠিক আছে
পোশাক২০০০আয় অনুযায়ী ব্যয় ঠিক আছে
শিক্ষা২০০০আয় অনুযায়ী ব্যয় ঠিক আছে
চিকিৎসা ১০০০আয় অনুযায়ী ব্যয় ঠিক আছে
পরিবহন ৮০০আয় অনুযায়ী ব্যয় ঠিক আছে
বিনোদন ও খেলাধুলা১০০০আয় অনুযায়ী ব্যয় ঠিক আছে
মোট আয় = ৪৫০০০মোট ব্যয় =১৩৮০০.
উদ্বৃত্ত বা ঘাটতি .উদ্বৃত্ত =৩১২০০.

👉 কাজের মাঝে আনন্দ – সমাধান | জীবন ও জীবিকা – প্রথম অধ্যায় | ষষ্ঠ শ্রেণী

ছক ১.৪ | নিজ পারিবারিক বাজেট

মাসের নাম:  মার্চ

আয়ের উৎসআয়ের পরিমাণ (টাকা)ব্যয়ের প্রধান খাত (টাকা)প্রধান খাতের বিস্তারিতব্যয় বরাদ্দ (টাকা)
ব্যবসায় থেকে আয়৪০০০০খাদ্য চাল, শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ, মসলা১২০০০
বেতন থেকে আয়৩০০০০বাসস্থান বাড়ি ভাড়া৪০০০
ধান, গম বিক্রয় থেকে আয়১৫০০০পোশাক শাড়ি, শার্ট, ফ্যান, জামা৩০০০
শিক্ষা স্কুলের বেতন, টিউমন ফি২০০০
পরিবারের বিলাস সামগ্রীসোফা সেট ক্রয়, মোবাইল ক্রয়৩০০০০
চিকিৎসা ব্যয়ডাক্তার দেখানো, ঔষধ ক্রয়৩০০০
বিনোদন ছবি দেখার জন্য টিকেট ক্রয়২০০০
মোবাইল ফোন / ইন্টারনেটইন্টারনেট ফি ১০০০
মোট আয়৮৫০০০মোট ব্যয় ৫৭০০০
উদ্বৃত্ত বা ঘাটতি : উদ্বৃত্ত ২৮০০০

পারিবারিক আয়-ব্যয়ের হিসাব

ছক ১.৫ আর্থিক ডায়েরি

তারিখআয়ের খাতআয় (টাকা)ব্যয়ের খাতব্যয় (টাকা)মন্তব্য 
০১/০৫/২০২৩১. বাজার খরচ২. স্কুল ফি১০০০১০০০
০২/০৫/২০২৩১. বাজার খরচ২. যাতায়ত খরচ৫০০১০০
০৩/০৫/২০২৩বেতন৩০০০০১. বাজার খরচ২. স্যালুন বিল৫০০১০০
০৪/০৫/২০২৩১. বাড়ী ভাড়া ২. ফোন রিচার্জ৫০০০১০০০
০৫/০৫/২০২৩১. বাজার খরচ২. যাতায়ত খরচ৩. ভুয়ার বিল৫০০১০০০৩০০০
০৬/০৫/২০২৩১. বাজার খরচ২. যাতায়ত খরচ৩. চিকিৎসা ফি৫০০১০০১০০০
০৭/০৫/২০২৩১. বাজার খরচ৫০০
০৮/০৫/২০২৩১. বাজার খরচ৫০০
০৯/০৫/২০২৩সঞ্চয়ের মুনাফা১০,৩০০১. বাজার খরচ২. ডিস বিল৫০০১০০
১০/০৫/২০২৩১. গ্যাস বিল১০০০
১১/০৫/২০২৩১. বাজার খরচ৫০০
১২/০৫/২০২৩১. বাজার খরচ৫০০
১৩/০৫/২০২৩১. বিদ্যুৎ বিল১০০০
১৪/০৫/২০২৩১. বাজার খরচ৫০০
১৫/০৫/২০২৩১. বাজার খরচ২. যাতায়ত খরচ৩. চিকিৎসা ফি৫০০১০০১০০০
১৬/০৫/২০২৩১. বাজার খরচ৫০০
১৭/০৫/২০২৩ব্যবসায় হতে আয়২৮,০০০১. বাজার খরচ২. যাতায়ত খরচ৩. দাওয়াতেযাওয়া ও উপহারক্রয় বাবদ ব্যয়৫০০১০০১৫০০
১৮/০৫/২০২৩১. বাজার খরচ৫০০
১৯/০৫/২০২৩১. বাজার খরচ২. যাতায়ত খরচ৩. দাওয়াতে যাওয়া ও উপহারক্রয় বাবদ ব্যয়৫০০১০০১৫০০
২০/০৫/২০২৩১. বাজার খরচ১০০০
২১/০৫/২০২৩১. বাজার খরচ৫০০
২২/০৫/২০২৩১. বাজার খরচ২. যাতায়ত খরচ৩. দাওয়াতে যাওয়া ও উপহারক্রয় বাবদ ব্যয়৫০০১০০১৫০০
২৩/০৫/২০২৩১. বাজার খরচ২. পোশাক খরচ৫০০২০০০
২৪/০৫/২০২৩১. বাজার খরচ ২. প্রাইভেটের টিউশন ফি৫০০২০০০
২৫/০৫/২০২৩১. বাজার খরচ২. যাতায়ত খরচ৫০০১০০
২৬/০৫/২০২৩১. বাজার খরচ৫০০
২৭/০৫/২০২৩১. বাজার খরচ৫০০
২৮/০৫/২০২৩১. বাজার খরচ৫০০
২৯/০৫/২০২৩১. বাজার খরচ৫০০
৩০/০৫/২০২৩১. বাজার খরচ২. যাতায়ত খরচ৩. দাওয়াতে যাওয়া ও উপহারক্রয় বাবদ ব্যয়৫০০১০০১৫০০
মাস শেষে মোট আয়ঃ ৬৮,৩০০
মাস শেষে মোট ব্যয়ঃ ৪০,৫০০

ছক-১.৬: পরিকল্পি আয়-ব্যয়ের সঙ্গে প্রকৃত আয়-ব্যয়ের তুলনা

আয়ের খাতসম্ভাব্য আয় (টাকা)প্রকৃত আয় (টাকা)ব্যয়ের খাতপরিকল্পিত ব্যয় (টাকা)প্রকৃত ব্যয় (টাকা)উদ্বৃত্ত বা ঘাটতি ব্যয় (টাকা)
ধান হতে আয়২০,০০০১৫,০০০খাদ্য৮০০০৯০০০ঘাটতি ব্যয় ১০০০
বাসস্থান ৬০০০৫০০০উদ্বৃত্ত ১০০০
মৎস হতে আয়১৮,০০০২৫,০০০পোশাক৩০০০২০০০উদ্বৃত্ত ১০০০
শিক্ষা ৪০০০৩০০০উদ্বৃত্ত ১০০০
সরিষা হতে আয়১০,০০০১৫,০০০পরিবহন ২০০০৩০০০ঘাটতি ব্যয় ১০০০
পরিবারের বিল সমূহ (পানি,বিদ্যুৎ, গ্যাস)৪০০০৩০০০উদ্বৃত্ত ১০০০
চিকিৎসা ব্যয়৩০০০২০০০উদ্বৃত্ত ১০০০
বিনোদন২০০০৩০০০ঘাটতি ব্যয় ১০০০
মোবাইলফোন/ইন্টারনেট২০০০৩০০০ঘাটতি ব্যয় ১০০০
মোট আয়৪৮,০০০৫৫,০০০মোট ব্যয় ৩৪,০০০৩৬,০০০.

প্রশ্ন-১: সুমন আর সুমি কীভাবে তাদের পরিবারে সহযোগিতা করছে?

উত্তর: সুমন আর সুমি পরিবারকে পরোক্ষভাবে সহযোগিতা করছে। সুমন হাস-মুরগি পালন করে পরিবারের ডিমের চাহিদা মেটাচ্ছে অন্যদিকে সুমি পরিবারের নষ্ট হওয়া মোবাইল মেরামত করছে। পরিবারকে ডিমের চাহিদা এবং মোবাইল মেরামতের জন্য অর্থ ব্যয় করতে হতো কিন্তু তারা পরিবারের এসব চাহিদা নিজেরাই মিটিয়ে দিচ্ছে অর্থাৎ পরোক্ষভাবে সাহায্য করছে।

প্রশ্ন-২: তুমি তোমার পরিবারের যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্তা করে একটি তালিকা তৈরি করো।

উত্তরঃ 

পরিবারের যেসব আর্থিক কাজে সহযোগিতা করতে পারিআর্থিক মূল্য (টাকা
১। জামা-কাপড় সেলাই করে৫০০
২। শাকসবজি চাষ করে১০০০
৩। মুরগি পালন করে২০০০
৪। হাঁস পালন করে১০০০
৫। স্মার্ট ফোন রিপিয়ারিং করে২০০০
৬। আউটসোর্সিং করে৫০০০

প্রশ্ন ৩: তুমি তোমার বাবা-মা/অভিভাবকের সঙ্গে কথা বলে এমন একটি কাজের পরিকল্পনা করো যেখান থেকে অর্থ উপার্জিত হবে এবং এর মাধ্যমে তুমি তোমার পরিবারের আত্মিক কাজে সরাসরি সহযোগিতা করতে পারবে।

কাজের নাম: আউটসোর্সিং

১ম মাসের পরিকল্পনা২য় মাসের পরিকল্পনা৩য় মাসের পরিকল্পনা
ভালো একটা কোচিং সেন্টারে ভর্তি হওয়া বেসিক থেকে এডভান্স লেবেলে যাওয়া অর্থ উপার্জনের জন্য মার্কেটপ্লেসে কাজ করা।

চূড়ান্ত ফল: অর্থ উপার্জন

অভিভাবকের মতামত: আমার ছেলে/মেয়ের প্রতি অনেক খুশি। পড়ালেখার পাশাপাশি পরিবারকে আর্থিকভাবে সাহায্য করছে।

শিক্ষকের মন্তব্য: তোমার উদ্যোগে আমি খুশি যার মাধ্যমে পরিবারকে সাহয্য করতে পারছে।

১। পারিবারিক বাজেটে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে তোমার কেমন লাগছে, কী কী নতুন বিষয় শিখতে পেরেছ এবং এসব দক্ষতা পরবর্তী সময়ে তোমার কী কী কাজে লাগাতে পারবে?

আমার অনুভূতিনতুন যেসব দক্ষতা শিখেছিএকই দক্ষতা যে কাজে লাগবে
পারিবারিক বাজেট প্রণয়নে পরিবারকে সাহায্য করতে পেরে আমি খুব খুশি।কিভাবে পরিবারের বাজেট প্রণয়ন করতে হয় এবং আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখতে হয়। তাছাড়া সম্ভাব্য আয়- প্রকৃত আয় এবং সম্ভাব্য ব্যয়-প্রকৃত ব্যয় সঠিকভাবে নির্ণয়। সবশেষে পরিবারকে আর্থিকভাবে কিভাবে সাহায্য করা যায় তা শিখতে পেরেছি।যখন আমি উচ্চ শিক্ষার জন্য বাড়ি থেকে দূরে কিংবা দেশের বাহিরে যাবো তখন এই দক্ষতাগুলো কাজে লাগিয়ে জীবনকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারবো। তাছাড়া একটা সময় পর যখন পরিবারের দায়িত্ব আমি পালন করবো তখন এই দক্ষতাগুলো কাজে লাগবে।

২। এই অধ্যায়ে আমরা যা যা করেছি ……. (√ টিক চিহ্ন দাও)

কাজসমূহকরতে পারিনি (১)আংশিক করেছি (২)ভালোভাবে করেছি(৩)
বিগত ছয় মাসের কাজগুলো ফিরে দেখা
আগামী এক সপ্তাহের সম্ভাব্য ব্যয়ের হিসাব করা
বাজেট প্রণয়নের অনশীলন করা
পরিবারের পারিবারিক বাজেট প্রণয়ন করা
আর্থিক ডায়রিতে পারিবারিক আয় ব্যয়ের হিসাব রাখা
পরিকল্পিত আয় ব্যয়ের সাথে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করা
পরিবারের আর্থিক কাজ চিহ্নিত করা
কেসস্টাডি থেকে আর্থিক পরিকল্পনা বিশ্লেষণ করা
অর্থ উপার্জিত হবে একটি কাজের পরিকল্পনা করা
মোট স্কোর: ৩০আমার প্রাপ্ত স্কোর:    =২৫

অভিভাবকের মন্তব্য: পড়ালেখার পাশাপাশি পারিবারিক কাজে সাহায্য করেছে।

শিক্ষকের মন্তব্য: মোটামুটি আরা ভালো করতে হবে।

এই অধ্যায়ের যেসব বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি

১। সঠিকভাবে পরিবারের বাজেট নির্ণয় ।

২। সঠিক ভাবে পরিবারের আর্থিক ডায়েরি নির্ণয়।

৩। পরিবারের আর্থিক কাজ চিহ্নিত করা। ৪। পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করা।

৫। কেসস্টাডি থেকে আর্থিক পরিকল্পনা বিশ্লেষণ করা।

৬। অর্থ উপার্জিত হবে এমন কাজের পরিকল্পনা করা।

যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি:

১। আগামী এক সপ্তাহের সম্ভাব্য ব্যয়ের হিসাব করা

২। বাজেট প্রণয়নের অনশীলন করা

৩। পরিবারের পারিবারিক বাজেট প্রণয়ন করা ৪। আর্থিক ডায়রিতে পারিবারিক আয় ব্যয়ের হিসাব রাখা

পরিকল্পিত আয় ব্যয়ের সাথে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করা

6 thoughts on “কাজের মাঝে আনন্দ – সমাধান | জীবন ও জীবিকা – প্রথম অধ্যায় | সপ্তম শ্রেণী ”

Leave a Comment